সংবাদ সম্মেলনে জানান হয়, অনুষ্ঠানে স্কুল সাপ্লাাই বিতরণ ছাড়াও কৃতি ছাত্র-ছাত্রী ও কমিউনিটি নেতৃবৃন্দকে সম্মাননা জানানো হবে। একই অনুষ্ঠানে বিতরণ করা হবে বিনামূল্যে খাদ্য সামগ্রিও। শিশুদের জন্য থাকবে বিশেষ বিণোদনের ব্যবস্থাও। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মজুমদার ফাউন্ডেশনের সেক্রেটারী নুহেল চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট এ ইসলাম মামুন, আব্দুল গাফ্ফার চৌধুরী খসরু ও এমবি হোসেন তুষার। সংবাদ সম্মেলনে অনুষ্ঠান সফল করতে নানা কৌশল ও পরিকল্পনার কথা তুলে মোহাম্মদ এন মজুমদার জানান, মজুমদার ফাউন্ডেশন ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। তবে ২০০৫ সাল থেকেই নানাভাবে ক প্রতিষ্ঠানটি কমিউনিটি সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির কার্যক্রমের মধ্যে স্বল্প আয়ের লোকদের সিটি হাউজিং প্রাপ্তিতে সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য সেবা ও হেইট ক্রাইম ভিক্টিমদের সহায়তা প্রদান অন্যতম। মোহাম্মদ এন মজুমদার জানান, প্রবাসী বাংলাদেশী নতুন প্রজন্মকে শিক্ষায় উৎসাহ দেয়ার লক্ষে নতুন শিক্ষা বর্ষ শুরু হবার আগেই প্রতি বছর মজুমদার ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ করা হয়। প্রসঙ্গত: উল্লেখ্য যে, নিউইয়র্কে শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই-আগস্ট সামার ভেকেশান শেষে আগামী ৮ সেপ্টেম্বর নতুন শিক্ষা বর্ষের ক্লাস শুরু হবে। শিক্ষা বর্ষের শুরতেই ছাত্রী-ছাত্রীদের স্কুল সাপ্লাই একটি অত্যাবশ্যকীয় অনুষঙ্গ। এসকল স্কুল সাপ্লাইর জন্য অভিভাবকদের অনেক অর্থ ব্যয় করতে হয়। ফ্রি স্কুল সাপ্লাইজ বিতরণের মাধ্যমে প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের পাশাপাশি অভিভাকদের অর্থ সাশ্রয়েরও সুযোগ করে দিচ্ছে বলে জানান মানব কল্যাণে নিযোজিত এ সংগঠনটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ এন মজুমদার।