NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

নিউইয়র্কে মজুমদার ফাউন্ডেশনের ৭তম বার্ষিক স্কুল সাপ্লাই বিতরণ ও কৃতি ছাত্র-ছাত্রী সম্মাননা ৪ সেপ্টেম্বর


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪৫ পিএম

নিউইয়র্কে মজুমদার ফাউন্ডেশনের ৭তম বার্ষিক স্কুল সাপ্লাই বিতরণ ও কৃতি ছাত্র-ছাত্রী সম্মাননা ৪ সেপ্টেম্বর
সংবাদ সম্মেলনে জানান হয়, অনুষ্ঠানে স্কুল সাপ্লাাই বিতরণ ছাড়াও কৃতি ছাত্র-ছাত্রী ও কমিউনিটি নেতৃবৃন্দকে সম্মাননা জানানো হবে। একই অনুষ্ঠানে বিতরণ করা হবে বিনামূল্যে খাদ্য সামগ্রিও। শিশুদের জন্য থাকবে বিশেষ বিণোদনের ব্যবস্থাও। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মজুমদার ফাউন্ডেশনের সেক্রেটারী নুহেল চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট এ ইসলাম মামুন, আব্দুল গাফ্ফার চৌধুরী খসরু ও এমবি হোসেন তুষার। সংবাদ সম্মেলনে অনুষ্ঠান সফল করতে নানা কৌশল ও পরিকল্পনার কথা তুলে মোহাম্মদ এন মজুমদার জানান, মজুমদার ফাউন্ডেশন ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। তবে ২০০৫ সাল থেকেই নানাভাবে ক প্রতিষ্ঠানটি কমিউনিটি সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির কার্যক্রমের মধ্যে স্বল্প আয়ের লোকদের সিটি হাউজিং প্রাপ্তিতে সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য সেবা ও হেইট ক্রাইম ভিক্টিমদের সহায়তা প্রদান অন্যতম। মোহাম্মদ এন মজুমদার জানান, প্রবাসী বাংলাদেশী নতুন প্রজন্মকে শিক্ষায় উৎসাহ দেয়ার লক্ষে নতুন শিক্ষা বর্ষ শুরু হবার আগেই প্রতি বছর মজুমদার ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ করা হয়। প্রসঙ্গত: উল্লেখ্য যে, নিউইয়র্কে শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই-আগস্ট সামার ভেকেশান শেষে আগামী ৮ সেপ্টেম্বর নতুন শিক্ষা বর্ষের ক্লাস শুরু হবে। শিক্ষা বর্ষের শুরতেই ছাত্রী-ছাত্রীদের স্কুল সাপ্লাই একটি অত্যাবশ্যকীয় অনুষঙ্গ। এসকল স্কুল সাপ্লাইর জন্য অভিভাবকদের অনেক অর্থ ব্যয় করতে হয়। ফ্রি স্কুল সাপ্লাইজ বিতরণের মাধ্যমে প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের পাশাপাশি অভিভাকদের অর্থ সাশ্রয়েরও সুযোগ করে দিচ্ছে বলে জানান মানব কল্যাণে নিযোজিত এ সংগঠনটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ এন মজুমদার।