নিউইয়র্কে বর্ণাট্য আয়োজনে উদ্বোধন হলো সাউথ এশিয়ান কালচারাল সেন্টার। সেন্টার লাইট হেলথ কেয়ারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশি, ইন্ডিয়ান, চায়নিজসহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্টজন ও নিউইয়র্কের হোমকেয়ার মালিকরা উপস্থিত ছিলেন। জ্যামাইকার ৯৭-৩৫ এ্যালেনডেল ষ্ট্রিটে অবস্থিত মনোরম পরিবেশে এই কালচারাল সেন্টারের উদ্বোধন করা হয়।১২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর ২টা উদ্বোধনী অনুষ্ঠান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সেন্টার লাইটের প্রেসিডেন্ট এন্ড সিইও তারা বুনকোরি রুট, ভাইস প্রেসিডেন্ট শানু রুশকিন, ম্যানেজিং ডাইরেক্টর জিয়াদ ফারাহ, ম্যানেজার রাশিদা আকন্দ জোনি আশাদুজ্জামান।বাংলাদেশি মালিকাধীন হোমকেয়ারের সিইওদের মধ্যে উপস্থিত ছিলেন আসেফ বারি টুটুল, আকাশ রহমান, মামুনুর রশিদ, মোজাম্মেল হোসেন, সামিউল হক প্রমুখ।
পিতা কেটে কালচারাল সেন্টারটি উদ্বোধন করেন কোম্পানীর সিইও। উদ্বোধনের পর বাংলা, হিন্দি গানের পাশাপাশি নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।
কালচারাল সেন্টারটি উদ্বোধনের প্রয়োজনীতা সম্পর্কে উদ্যোক্তরা বলেন, বয়স্করা যেন বাসায় বসে থেকে হতাশাগ্রস্থ না হয় সেজন্য এ সেন্টারের উদ্বোধন করা হয়েছে। যাতে তারা বিনোদন, দেশীয় সুস্বাদু খাবার উপভোগ করতে পারেন। একই সাথে তাদের অবসর সময় যেন প্রাণবন্ত হয়ে উঠে সেজন্যই এই প্রয়াস। এখানে এসে স্ব স্ব ব্যক্তির প্রার্থনা করারও ব্যবস্থা রয়েছে। যাতে করে সব ধরনের সুবিধা পেয়ে প্রবীনরা খুশি থাকেন।
নিউইয়র্কের জ্যামাইকায় সাউথ এশিয়ান কালচারাল সেন্টার উদ্বোধন
প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:১২ এএম



প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্কে জমকালো আয়োজনে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলনী

নিউজার্সীতে বিএনপি নেতা ছুফি চৌধুরী সংবর্ধিত

নিউইয়র্ক স্টেট সিনেট ও অ্যাসেম্বলি হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৮ এপ্রিল

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ১২ সদস্য বিশিষ্ট নতুন ট্রাস্টি বোর্ড গঠিত

গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অফ নিউ জার্সি’র নতুন কমিটির বর্ণিল অভিষেক ও ঈদ পুণর্মিলনী

নিউইয়র্কে জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের বৈঠক : পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

পাচারকৃত বাংলাদেশের সম্পদ ফেরাতে প্রবাসীদের সাহায্য চাই -নিউইয়র্কে গভর্নর ড. মনসুর

মিশিগানের হেমট্রামিক সিটি কাউন্সিলে প্রোইমারী নির্বাচনে প্রার্থী হতে মনোয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক ও সামাজিক কর্মী মাহফুজুর রহমান