প্রতি বছরের মত এবারও সিডনিতে ঈদ পুনর্মিলনী করেছে ‘ক্লাব ৯২৯৪’। রবিবার দুপুরে ক্লাব ৯২৯৪ সিডনির মিন্টোস্থ বিডি হাবে ঈদ পুনর্মিলনীর আয়োজন করে।
সিডনির পাশাপাশি কানবেরা এবং মেলবোর্ন থেকে আগত শিক্ষার্থী ও পরিবারবর্গের এই ঈদ পুনর্মিলনীতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় দিনব্যাপী আয়োজনে ছিল কেক কাটা, আড্ডা, মধ্যাহ্ন ভোজ ও সাংস্কৃতিক পরিবেশনা। গান পরিবেশন করেন স্বপ্ন ব্যান্ডের মিঠু স্বপ্ন।
এই উদ্যোগের সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মেদ রহমান টিপু ও রফিক শাহীন। পুনর্মিলনী উপভোগের পাশাপাশি সবাই বছরে অন্তত দুইবার এই উদ্যোগের আহ্বান জানান ক্লাব ৯২৯৪ পরিবার।