NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

সারা'র পছন্দের মানুষটি কে?


খবর   প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২৪, ০২:৪১ এএম

সারা'র পছন্দের মানুষটি কে?

নতুন ছবি পোস্ট করে মাঝে মধ্যেই খবরে আসেন সারা আলি খান। তিনি ব্যক্তিগত জীবন নিয়েও সবসময় খবরে থাকেন। এবার নিজের মনের মানুষের কথা জানালেন সারা।

সম্প্রতি দেশি ভাইবস অনুষ্ঠানে এসেছিলেন সারা আলি খান। সেখানে শেহনাজ গিলকে জানান, কেমন মানুষ পছন্দ তার। সারা বলেন, ‘না এখনও পাইনি। আমার একজন অন্ধ পাগলকে খুঁজতে হবে যে আমায় বিয়ে করবে। আসলে যে বুদ্ধিমান হবে তার সঙ্গে আমার বিয়ে হলে সে আমায় সহজেই চিনে ফেলবে আর পালিয়ে যাবে।’

এদিকে বিয়ে নিয়ে সারা জানালেন, তিনি অবশ্যই বিয়ে করবেন। কিন্তু সব কিছুই হয় সঠিক সময়। আমার জন্য এখনও সেই সময় আসেনি।

এদিকে গ্যাসলাইট ছবিতে ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছেন সারা। গ্যাসলাইট নিয়ে সারা বলেন, গ্যাসলাইট আমার জন্য একটি শেখার জায়গা, এর চরিত্র ও গল্পটি আমি আগে করা চরিত্রগুলোর থেকে অনেকটা আলাদা। 

তিনি জানান, ছবির গল্প এতটাই আকর্ষণীয় যে দর্শকদের ধৈর্যের ব্যঘাত হবে না। ছবির শ্যুটিং পর্বও বেশ মজার ছিল।

এদিকে সারা যে ভালো কাজ করছেন তা বলার অপেক্ষা রাখে না। চরিত্র নিয়ে প্রায়ই এক্সপেরিমেন্ট করে চলেছেন তিনি। সবশেষ এর প্রমান মিলেছে গ্যাসলাইট ছবিতে।