NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

বিজয় অতীত, রাশ্মিকার জীবনে নতুন কেউ?


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৩৮ এএম

>
বিজয় অতীত, রাশ্মিকার জীবনে নতুন কেউ?

তাদের প্রেমের গুঞ্জনে উত্তাল চারদিক। তবে সম্পর্ক নিয়ে কখনওই কথা বলেননি বিজয় দেবেরাকোন্ডা এবং রাশ্মিকা মান্দানা।

শোনা যাচ্ছে, বিজয়-রাশ্মিকার প্রেমের আখ্যান ফুরিয়েছে। অন্য এক নায়ককে নাকি মন দিয়েছেন নায়িকা। তিনি বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাস। মূলত তেলুগু ইন্ডাস্ট্রিতে কাজ করেন তিনি।

ইদানীং নাকি কোনও রাখঢাক ছাড়াই জনসমক্ষে আসছেন রাশ্মিকা এবং শ্রীনিবাস। একে অপরের সঙ্গও নাকি খুব পছন্দ করছেন তারা। মূলত সেই কারণেই আরও মাথাচাড়া দিয়ে উঠেছে দু'জনের ঘনিষ্ঠতা গুঞ্জন।

সূত্রের খবর, সেই তেলুগু অভিনেতাকেই নাকি মন দিয়েছেন রশ্মিকা। এ বিষয়ে যদিও এখনও দুই তারকার মুখে কুলুপ।

পর্দায় হোক বা বাস্তবে, বিজয়-রাশ্মিকার রসায়নে বরাবরই বুঁদ অনুরাগীরা। মাস কয়েক আগে শোনা গিয়েছিল, বিয়ের পরিকল্পনা করছেন নায়ক-নায়িকা।

তবে দু’জনের প্রেম ভাঙার গুঞ্জনে খানিক অবাক তাদের অনুরাগীরা। তবে কি সত্যিই বিজয়কে ছেড়ে অন্য কারও প্রেমে পড়লেন রাশ্মিকা? জানতে আগ্রহী সবাই।