NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

নাবালিকাকে বিয়ে, যেভাবে ঝামেলা এড়ান অভিনেতা


খবর   প্রকাশিত:  ২৫ জানুয়ারী, ২০২৫, ০৩:২৩ এএম

>
নাবালিকাকে বিয়ে, যেভাবে ঝামেলা এড়ান অভিনেতা

দাম্পত্য জীবনের এক যুগ কেটে গেল জুনিয়র এনটিআর ও প্রণতি দম্পতির। দুই পুত্র সন্তানকে নিয়ে সুখের সংসার তাদের। কিন্তু শুরুটা মোটেও সুখকর ছিল না। নাবালিকাকে বিয়ে করার দায়ে আইনি ঝামেলায় পড়তে হয়েছিল তেলেগু এই অভিনেতাকে। যদিও পরবর্তীতে কৌশলে ঝামেলা এড়ান এ তারকা দম্পতি।

জুনিয়র এনটিআর ও স্ত্রী লক্ষ্মী প্রণতির মধ্যকার বয়সের ফারাক প্রায় ৯ বছরের। ২০১০ সালে বিয়ে পাকাপাকি হয় এই জুটির। এনটিআরের বাবা নন্দামুরি হরিকৃষ্ণ ছিলেন তৎকালীন লোকসভার সাংসদ। অন্য দিকে প্রণতিও কোনো যেনতেন পরিবারের মেয়ে নন, তিনিও ছিলেন প্রভাবশালী ঘরের মেয়ে। তাইতো এই জুটির বিয়ের খবর বাইরে ছড়াতে খুব বেশি সময় নেয়নি।

স্ত্রী প্রণতির সঙ্গে জুনিয়র এনটিআর
স্ত্রী প্রণতির সঙ্গে জুনিয়র এনটিআর

ঝামেলা বাঁধে যখন এক আইনজীবী নাবালিকা প্রণতিকে বিয়ে করার দায়ে এনটিআরের নামে আদালতে মামলা ঠুকে দেন। কেননা, তখন প্রণতির বয়স ‍ছিল মাত্র ১৭ বছর। ঝামেলায় পড়ে উভয় পরিবার। অবশেষে আইনি মারপ্যাঁচ এড়াতে দুই পরিবারের সম্মতিতে এক বছর বিয়ে পিছিয়ে দেওয়া হয়। তত দিনে অষ্টাদশী রমণী প্রণতি। ২০১১ সালে চারহাত এক হয় এনটিআর-প্রণতি জুটির।

প্রসঙ্গত, অস্কার অনুষ্ঠান শেষে মঙ্গলবার (১৪ মার্চ) দেশে ফেরেন জুনিয়র এনটিআর। আগামীতে তাকে দেখা যাবে কোরাতলা শিবা এবং প্রশান্ত নীলের ছবিতে। দুটি ছবিই প্যান ইন্ডিয়া (সর্বভারতীয়) আকারে মুক্তি পাবে।