NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

‘কাঁচা বাদাম’ কন্যা অঞ্জলির ভিডিওতে কটাক্ষের বন্যা


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৩৮ এএম

>
‘কাঁচা বাদাম’ কন্যা অঞ্জলির ভিডিওতে কটাক্ষের বন্যা

‘কাঁচা বাদাম’ রিলে নেচে একসময় ভাইরাল হয়েছিলেন অঞ্জলি অরোরা। এরপর থেকে নিয়মিত ইনস্টাগ্রাম রিলে ধরা দেন এই সুন্দরী। এবারও ধরা দিলেন, তবে প্রশংসার বদলে এবার তাকে শুনতে হলো সমালোচনা। সামাজিকমাধ্যমে রীতিমতো ধেয়ে আসলো কটাক্ষের বন্যা।

তার এই সাজসজ্জা ও রিল বানানো নাকি অনুরাগীদের দাবি মেনেই। এমনটাই লিখেছেন রিলের ক্যাপশনে। অনুরাগীদের সেই ‘অন ডিমান্ড’ পূরণ করতে পারেননি অঞ্জলি। অন্তত তেমনটাই দেখা গেছে অধিকাংশের কমেন্টে।

এদিন সাদা টপ ও কালো মিনি স্কার্টে সেজেছিলেন অঞ্জলি। পায়ে চামড়ার বুট। ক্যামেরার কেরামতিতে ধরা পড়েছে তার সুঠাম চেহারা। নেটাগরিকদের কারো মন্তব্য, ‘সবই ঠিক আছে, কিন্তু ক্যামেরার সামনে আসার আগে জামা-কাপড় পরতে হবে তো! না পরেই চলে এলেন?’ কেউ লিখেছেন, ‘ইশ্! কী খারাপ!’

তবে এদিন যে শুধু নিন্দাই শুনতে হয়েছে অঞ্জলিকে তা নয়, প্রশংসাও কুড়িয়েছেন কারো কারো। তবে সে সংখ্যা একদমই সামান্য।

এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার পোশাক নিয়ে মন্দবাক্য শুনতে হয়েছে অঞ্জলি অরোরাকে। কিছু দিন আগে এক ভিডিওতে তার নিম্নাঙ্গের অন্তর্বাস প্রকাশ্যে আসায় সমালোচনায় পড়তে হয়েছিল সাবেক এই ‘লক আপ’ তারকাকে। গেল বছর এমএমএস কাণ্ডে নাম জড়িয়েছিল অঞ্জলির। যদিও তার দাবি, ভাইরাল হওয়া তরুণী তিনি ছিলেন না।