NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

ব্যাগে ভরে অস্কার আনছিলেন এ আর রহমান, যা ঘটেছিল বিমানবন্দরে


খবর   প্রকাশিত:  ২৯ অক্টোবর, ২০২৪, ০২:২১ এএম

>
ব্যাগে ভরে অস্কার আনছিলেন এ আর রহমান, যা ঘটেছিল বিমানবন্দরে

ড্যানি বয়েল পরিচালিত ‘স্লামডগ মিলিওনিয়ার’ ছবি ৮২তম অস্কার অনুষ্ঠানে প্রায় ঝড় তুলেছিল। এই ছবির জন্য অস্কার পেয়েছিলেন এ আর রহমান।  ১০টি বিভাগে নমিনেশন যার মধ্যে ৮টিতেই বিজয়ী ঘোষণা করা হয় এটিকে। শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে পুরস্কার পান রহমান। শুধু তাই নয় তার ‘জয় হো’ গানটি অস্কারের মঞ্চে পরিবেশনও করেন তিনি। 

তবে অস্কার জিতে দেশ ফেরার সময় বিমানবন্দরে আটকায় নিরাপত্তারক্ষী। তারপর এই অস্কারজয়ী সংগীত পরিচালক যা করলেন শুনলে অবাক হবেন।

রহমানের অস্কার জেতাও প্রায় ১৩ বছর হয়ে গেল। শিল্পীর অস্কার জেতার দিন উপোষ থাকার গল্প অনেকেরই জানা। তবে জানেন কি অস্কার নিয়ে ভারত ফেরার সময় কী হয়েছিল তার? সে বছর দু’টি অস্কার জেতেন তিনি। জামাকাপড়ের ব্যাগে ভরে নেন বিশ্বে অন্যতম সমাদৃত এই পুরস্কার। তবে বিমানবন্দরে পৌঁছা মাত্র আটকান নিরাপত্তারক্ষী। প্রায় ১০০ জনের লাইনে তখন দাঁড়িয়ে রহমান। তবে ব্যাগবন্দি অস্কার দেখানো মাত্রই, অন্যরূপ তাদের। প্রশংসা, শুভেচ্ছায় ভরিয়ে দেন সকলে।

চলতি বছর ১২ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে ৯৫তম অ্যাকাডেমি পুরস্কার। এতে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের তারকারা। এমিলি ব্লান্ট, স্যামুয়েল এল জ্যাকসন, ডয়েন জনসন, মাইকেল জর্ডনরা। সেখানেই অস্কার প্রদানকারীর তালিকায় একমাত্র ভারতীয় নাম বলিউড তারকা দীপিকা পাড়ুকোন।