NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

স্ত্রীকে নয়, কাকে ফলো করেন শাহরুখ?


খবর   প্রকাশিত:  ১৫ নভেম্বর, ২০২৪, ১০:৩৯ এএম

>
স্ত্রীকে নয়, কাকে ফলো করেন শাহরুখ?

‘পাঠান’ ঝড়ে বলিউড কিং শাহরুখ খান যখন উড়ছেন তখন তার ভক্তরা নজর দিলেন ফেসবুক অ্যাকাউন্টের দিকে। সেদিকে নজর দিতেই অবাক হয়ে যান অনেকে। শাহরুখকে ৪ কোটি ৩০ লাখ ইন্টারনেট ব্যবহারকারী ফেসবুকে ‘ফলো’ করেন। তবে অভিনেতা ‘ফলো’ করেন মাত্র দুটি অ্যাকাউন্ট। প্রথম অ্যাকাউন্টটি তার নিজস্ব প্রযোজনা সংস্থার। দ্বিতীয় অ্যাকাউন্টটি এক নারীর।

গৌরী খান নয়, বরং স্ত্রীকে বাদ দিয়ে অন্য এক নারীকে ‘ফলো’ করেন শাহরুখ। কে এই রহস্যময়ী নারী, তার আসল পরিচয়ই বা কী— এ নিয়ে প্রশ্ন জেগেছে অনুরাগীদের মনে। এই রহস্যময়ী নারীকে মাঝে মধ্যেই রাজস্থানের গ্রামেগঞ্জে দেখা যায়। শরীরচর্চা ছাড়াও গাছগাছালি নিয়ে চর্চা করতেও ভালোবাসেন তিনি। ফেসবুকে এমনই সব ছবিতে ভর্তি তার। তার নাম ডিন পাণ্ডে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ‘পাঠান’ ছবির প্রচার করতেও দেখা গেছে ডিনকে।

তার আসল নাম ডিন উডহ্যাম। পেশায় ফিটনেস কোচ। এই পেশায় আসার আগে মডেলিংয়ে যুক্ত ছিলেন। ১৯৯৪ সালে ‘আগে আগে লড়কি’ ছবিতে ডিন প্রথম অভিনয় করেন। তারপর আর কোনো ছবিতে তাকে দেখা যায়নি। ১৯৬৮ সালে ১০ ডিসেম্বর মুম্বাইয়ে জন্ম ডিনের। তার বাবা একজন অ্যাথলেট ছিলেন। বাবা-মা এবং বোনের সঙ্গে মুম্বাইয়েই থাকতেন ডিন।

ডিন পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েক জনকেই ফেসবুকে ‘ফলো’ করেন। বলি তারকাদের মধ্যে শুধু রয়েছেন শাহরুখ খান এবং সালমান খান। এছাড়াও মডেল-অভিনেত্রী প্রীতি দেশাইকে ফেসবুকে ‘ফলো’ করেন তিনি।