খবর প্রকাশিত: ২৯ জানুয়ারী, ২০২৫, ০৮:৫৭ এএম
বাংলাদেশ ছয় ঋতুর দেশ হলেও বছরে প্রায় তিন থেকে চার মাসই বাংলাদেশে হয়ে থাকে তুমুল বৃষ্টি। যে কারণে বাংলাদেশ দলের ক্রিকেটারদের এই বৃষ্টির সময়ে অনুশীলনে বেগ পেতে হয়।
এছাড়া যখন গরম কিংবা তীব্র রোদ থাকে তখন অনুশীলন করাও বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে সাকিব আল হাসানদের। সেসব বিবেচনা করেই এবার গ্রিন হাউজ টার্ফ বানানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই পাইলট প্রজেক্টের অংশ হিসেবে শুরুতে মিরপুরের ইনডোরে স্থাপন করা হবে এই গ্রিন হাউজ টার্ফ। যেখানে প্রায় ২০টি উইকেট থাকবে। এ নিয়ে বুধবার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমে কথা বলেছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম।
তিনি বলেন, 'আমরা এ বছরের মধ্যে গ্রিন হাউজের এফেক্টে যেটা নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়াতে হয়েছে, আমরা এই একাডেমি মাঠে এটা স্থাপন করতে যাচ্ছি। পাইলট প্রজেক্ট হিসেবে সেটাতে ২০টা উইকেটকে আমরা কাভার করবো। ফ্রম নর্থ এবং সাউদার্ন সাইডে। এই ২০ টা উইকেট পুরো বর্ষায় ন্যাচারাল টার্ফে ক্রিকেট খেলতে পারবে, এটা এই জুনের মধ্যেই স্থাপিত হয়ে যাবে'।
মাহবুব আনাম যোগ করেন, 'আমরা যেই কাজগুলো করছি সেই কাজগুলা হয়তো আপনাদের চোখে ইমিডিয়েটলি পড়বে না কিন্তু আমি মনে করি আগামী এক বছরের ছয় মাস থেকে ১ বছরের মধ্যে আমাদের এই প্র্যাকটিস এবং মাঠের স্বল্পতা যতটুকু পারি চেষ্টা করবো কমিয়ে আনতে।'