NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

কোনো কৌশল নয়, মেসিকে আটকাতে প্রার্থনাই সম্বল প্রতিপক্ষের


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৫১ পিএম

>
কোনো কৌশল নয়, মেসিকে আটকাতে প্রার্থনাই সম্বল প্রতিপক্ষের

প্রতিপক্ষ দলে সবচেয়ে বড় খেলোয়াড়কে আটকাতে নানা কৌশল ছকে থাকেন কোচরা। তবে অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনের মনে হয় লিওনেল মেসি সে কাতারে পড়েন না। তাকে আটকাতে গেলে কোনো ছক, কোনো কৌশলই কাজে আসে না, তাকে রুখতে কেবল প্রার্থনাই করতে পারে প্রতিপক্ষ! সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবেক গুরুর সে কথা ফাঁস করলেন কিয়েরান ট্রিপিয়ার।

বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের দল নিউক্যাসলে খেলা ইংলিশ এই ডিফেন্ডার তিন মৌসুম কাটিয়েছেন স্প্যানিশ দল অ্যাটলেটিকোয়। সেখানে তিনি খুব কাছ থেকে দেখেছেন, মেসিকে রুখতে গেলে কেমন অসহায় হয়ে যান সিমিওনে।

গোল ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রিপিয়ার বলেন, ‘এটা হাস্যকর। কারণ কোচ ছিলেন সিমিওনে, আর দু’জনই ছিলেন আর্জেন্টাইন। সিমিওনে বৈঠকের আগে এটাও বলতেন, আমরা কেবল প্রার্থনাই করতে পারি, তাকে আটকাতে তেমন কিছুই করার নেই আমাদের।’ 

সিমিওনে আরও বলতেন, ‘তুমি একটা কৌশল ছকে গিয়ে তাকে আটকাতে পারো না। কারণ সে এতটাই আলাদা।’ তবে মেসির বার্সেলোনাকে পেছনে ফেলেই সবশেষ লিগটা জিতেছে ট্রিপিয়ারের দল অ্যাটলেটিকো। তিনি জানালেন, দেশের বাইরের এই লিগে, এই কোচের অধীনে খেলে অনেক কিছুই শিখেছেন।

ট্রিপিয়ারের আশা, এমনটা আরও অনেক ইংলিশ খেলোয়াড়ই করবেন। তিনি বলেন, ‘আশা করছি, আরও অনেক ইংলিশ খেলোয়াড় এমনটা করবে, কারণ আমি সিমিওনের অধীনে সেখানে খেলে অনেক কিছুই শিখেছি।’

স্পেনে থেকে জীবনবোধের শিক্ষাও পেয়েছেন, জানালেন এই ইংলিশ ফুলব্যাক। বললেন, ‘আমি নিজেকেও অনেক জেনেছি। মাঠে খেলাটা উপভোগ করা। মাঠের বাইরে জীবনটা উপভোগ করা। সেখানকার খাবার, সেখানকার আবহাওয়া, কয়েক বছরে বিষয়গুলো অবিশ্বাস্য ছিল।’