NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২
Logo
logo

অমির প্রথম ওয়েব সিরিজ ‘হোটেল রিলাক্স’


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৪, ০২:৩০ এএম

>
অমির প্রথম ওয়েব সিরিজ ‘হোটেল রিলাক্স’

সময়ের সফল নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক নির্মাণ করে আলোচনায় আসেন। এরপর যতগুলো কাজ করেছেন, সবগুলোই পেয়েছে দর্শকপ্রিয়তা। বলা চলে, সমসাময়িক কোনো নির্মাতার নাটক এত বেশি জনপ্রিয়তা পায়নি।

এবার অমির অভিষেক হতে যাচ্ছে ওয়েব দুনিয়ায়। প্রথমবারের মতো ওয়েব সিরিজ বানাতে যাচ্ছেন তিনি। তার প্রথম ওয়েব সিরিজের নাম ‘হোটেল রিল্যাক্স’। এটি প্রযোজনা করবে বঙ্গ।

রবিবার (২৩ অক্টোবর) বিকেলে বঙ্গ’র সঙ্গে চুক্তিও স্বাক্ষর করে ফেলেছেন অমি। তার সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেছেন প্রতিষ্ঠানটির চিফ অব কন্টেন্ট মুশফিকুর রহমান। ওয়েব সিরিজটি হবে ছয় পর্বের।

অমি বলেন, ‘বর্তমানে নির্মিত বেশিরভাগ ওয়েব সিরিজই থ্রিলারধর্মী। ওয়েবের দর্শকরা থ্রিলার গল্প দেখে দেখে অভ্যস্ত। আমি সেই দর্শকদের ভরপুর বিনোদন দিতে চাই। আমাদের দর্শক নিয়মিত থ্রিলারসহ অনেক গল্পের ওয়েব সিরিজ দেখেছেন, তবে আমি যেটা বানাতে চাই, হয়তো এই ধরনের গল্প আগে দেখেনি।’

বঙ্গ’র মুশফিকুর রহমানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করছেন অমি

অমি জানান, ওয়েব সিরিজটিতে কারা অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে ব্যাচেলর পয়েন্টের কয়েকজন থাকবেন। গত দুমাস ধরে তিনি এর গল্প নিয়ে কাজ করছেন। আগামী নভেম্বরে শুটিংয়ে যাবেন।

নির্মাতার ভাষায়, এটি যেহেতু টাকা দিয়ে দর্শকদের দেখতে হবে, তাই দর্শকদের সময় যাতে বিফলে না যায় সেটা মাথায় রেখেই আমরা কাজটি করব।

জানা গেছে, আগামী ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে বঙ্গের ওটিটি প্ল্যাটফর্ম থেকে ‘হোটেল রিল্যাক্স’ ‍মুক্তি পেতে পারে।