NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

মোবাইল নয়, আস্ত মোবাইল টাওয়ার তুলে নিয়ে গেল চোর


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৩, ০৬:১২ এএম

>
মোবাইল নয়, আস্ত মোবাইল টাওয়ার তুলে নিয়ে গেল চোর

মোবাইল চুরি যাওয়ার কথা প্রায়ই শোনা যায়; কখনও বাসে, কখনও ট্রেনে এমনকি মাঝে মাঝে পকেট বা ব্যাগ থেকেও। কিন্তু আস্ত মোবাইল টাওয়ার চুরির ঘটনা এ পর্যন্ত শোনা যায়নি।

এ বার মোবাইল থেকে চোরের হাত মোবাইল টাওয়ারে পৌঁছে গেল। আস্ত মোবাইল টাওয়ার খুলে নিয়ে গিয়ে বাতিল লোহালক্করের দরে সাড়ে ছয় লাখ টাকায় বিক্রি করে দিয়েছে চোরের দল। ঘটনাটি তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলায় ঘটেছে এ ঘটনা।

সরকারি টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তা-কর্মচারীর ছদ্মবেশে কোয়েম্বাটুরের একটি গ্রামে এসেছিল চোরদের একটি দল। মোবাইল টাওয়ার সরিয়ে নিয়ে যাওয়া হবে—এই কথা বলে গ্রামবাসীদের কাছ থেকে স্বাক্ষরও নেয় তারা। দু’দিন ধরে সবার চোখের সামনে একটু একটু করে মোবাইল টাওয়ার খুলে ট্রাকে করে অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছিল। চোরদের কথাবার্তা এবং হাবভাব দেখে গ্রামবাসীদের কারও সন্দেহ হয়নি যে, তাদের চোখের সামনেই এত বড় চুরি হচ্ছে।

২৬ এবং ২৭ অগস্টের মধ্যে পুরো মোবাইল টাওয়ার হাপিস করে গ্রাম ছাড়ে চোরেরা। ঠিক তার পর দিনই গ্রামে মোবাইল টাওয়ার সংস্থার লোকজন পরিদর্শনে আসেন। টাওয়ার না দেখতে পেয়ে তাদের ভিরমি খাওয়ার অবস্থা হয়। ৬০-৭০ ফুট উঁচু টাওয়ার গায়েব হয়ে গেল কী করে? এই ভেবে যখন তাঁরা অস্থির, ঠিক সেই সময় গ্রামের লোকেরা তাদের জানান যে— সরকারের টেলি যোগাযোগ বিভাগের কয়েক জন লোক এসে জানিয়েছিলেন যে, টাওয়ার অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

গ্রামবাসীদের কাছ থেকে এ তথ্য জেনে টাওয়ার সংস্থার লোকেরা ততক্ষণে বুঝে গিয়েছিলেন কী ঘটেছে। তৎক্ষণাৎ তারা পুলিশে খবর দেন। তদন্তে নেমে পুলিশ সাত সন্দেহভাজনকে গ্রেফতার করে। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে যে, টাওয়ার খুলে নিয়ে গিয়ে সাড়ে ছয় লাখ টাকায় বিক্রি করে দিয়েছে তারা।