NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

শতাব্দীর বিশ্বসেরা অভিনেতার তালিকায় ইরফান খান


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৫, ১২:৫১ এএম

শতাব্দীর বিশ্বসেরা অভিনেতার তালিকায় ইরফান খান

ব্রিটিশ অনলাইন পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট একবিংশ শতাব্দীর সেরা অভিনেতাদের একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে স্থান পেয়েছে বিশ্বের ৬০ জন অভিনেতা। তালিকায় উঠে এসেছে মাত্র একজন ভারতীয় অভিনেতার নাম। আর তিনি হলেন অকাল প্রয়াত ইরফান খান।

অবাক হচ্ছেন কি? অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান নন, সেখানে সেরা অভিনেতা হিসেবে ইরফান খানের নাম উঠে এসেছে।

তালিকার ৪১ নম্বরে রয়েছে এই অভিনেতার নাম। ২০২০ সালে মাত্র ৫৩ বছর বয়সে এই অভিনেতা মারা যান।

ইরফান খান

১৯৮০ সাল থেকে ২০০০ সাল, তিনি যুদ্ধ করেছেন বলিউডে নিজের অবস্থান পোক্ত করতে। ২০০১ সালে আসিফ কাপাডিয়ার সিনেমা ‘দ্য ওয়ারিওর’ তাকে বড় ধরণের সাফল্য এনে দেয়।
ইরফানের জন্ম ভারতের রাজস্থানে। এই সিনেমায় রাজস্থানের একজন যোদ্ধা হিসেবে ইরফানের ‘অটল দৃঢ়তা’র প্রসংশা করেছে পত্রিকাটি।

২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত তিগমাংশু ধুলিয়ার ক্রাইম ড্রামা ‘হাসিল’, ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত বিশাল ভরদ্বাজের গ্যাংস্টার ড্রামা ‘মকবুল’ এবং ২০০৬ সালে মীরা নায়ারের রোমান্টিক ড্রামা ‘দ্য নেমসেক’-এ ইরফান তার অভিনয় দিয়ে নজর কেড়েছিলেন।

ইরফান খান

তার অন্যান্য উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘লাইফ ইন আ মেট্রো’, ‘দ্য দার্জিলিং লিমিটেড’, ‘স্লামডগ মিলিয়নিয়ার’, ‘লাইফ অব পাই’, ‘ দ্য লাঞ্চবক্স’, ‘কিসা’, ‘হায়দার’, ‘পিকু’ ‘তালভার’, ‘হিন্দি মিডিয়াম’, ‘দ্য সং অব স্করপিয়নস’, ‘কারওয়ান’, ‘আংরেজি মিডিয়াম’।

দ্য ইন্ডিপেন্ডেন্ট নির্বাচিত প্রথম সেরা ১০ অভিনেতার মধ্যে রয়েছে আরেক প্রয়াত অভিনেতা ফিলিপ সেমুর হফম্যান। তিনি মারা যান ২০১৪ সালে মাত্র ৪৬ বছর বয়সে। তিনি ২১ শতকের সেরা অভিনেতা হিসাবে স্থান পেয়েছেন। ২ নাম্বারে আছেন এমা স্টোন। সেরা অভিনেতার তালিকায় ৩ নাম্বারে আছেন ড্যানিয়েল ডে লুইস। ৪ নাম্বারে আছেন ডেনজেল ওয়াশিংটন। এছাড়া ৫-১০ নাম্বারে আছেন যথাক্রমে নিকোল কিডম্যান, ড্যানিয়েল কালুইয়া, সং কাং হো, কেট ব্ল্যানচেট, কলিন ফারেল ও ফ্লোরেন্স পুগ।