NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

ভৌতিক নাকি অ্যাকশন, বক্স অফিসের লড়াইয়ে কারা এগিয়ে


খবর   প্রকাশিত:  ০৯ নভেম্বর, ২০২৪, ০১:২৯ পিএম

ভৌতিক নাকি অ্যাকশন, বক্স অফিসের লড়াইয়ে কারা এগিয়ে

দীপাবলি উৎসবে একসঙ্গে মুক্তি পেয়েছে বলিউডের দুই প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ভুল ভুলাইয়া ৩’ এবং ‘সিংহাম এগেইন।’ দীর্ঘদিন ধরেই সিনেমা দুটি ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। যার প্রভাব দেখা যাচ্ছে বক্স অফিস লড়াইয়ে। দুটি সিনেমাই বেশ দুর্দান্ত শুরু করেছে বক্স অফিসে।

মুক্তির প্রথম সপ্তাহে ভারতীয় বক্স অফিসে ১৫০ কোটি আয় ছাড়িয়েছে উভয় সিনেমা।

 

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের প্রাথমিক প্রতিবেদন অনুসারে,অজয় দেবগনের ‘সিংহাম এগেইন’-এর বৃহস্পতিবারের আয় ছিল ৮.৭৫ কোটি টাকা। ভারতে সিনেমাটির মোট আয় এখন ১৭৩ কোটি টাকা। বিশ্বব্যাপী সিংহামের মোট আয় দাঁড়িয়েছে ২৬০ কোটি টাকা।

 

বক্স অফিসে ‘সিংহাম এগেইন’-এর সাফল্য অনুমেয় ছিল। রোহিত শেঠির ‘কপ ইউনিভার্স’-এর সবচেয়ে বড় সিনেমা বলা যায় একে। এর মাধ্যমে পর্দায় এক হয়েছেন অজয় দেবগন, অক্ষয় কুমার, রনবীর সিং, দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুরসহ এক ঝাঁক তারকা। আর সব শেষে চমক হিসেবে রয়েছেন দাবাং’খ্যাত সালমান খান।

বিখ্যাত চুলবুল পান্ডের চরিত্রেই হাজির হয়েছেন তিনি। যার ফলে সিনেমাটি ঘিরে দর্শক প্রত্যাশা ছিল ব্যাপক। আর মুক্তির পর বক্স অফিসেও যার প্রতিফলন লক্ষ করা যাচ্ছে।

 

অন্যদিকে, কার্তিকের ‘ভুল ভুলাইয়া ৩’ বৃহস্পতিবার ৯.৫০ কোটি টাকা ঘরে তুলেছে। ভারতে সিনেমাটির মোট সংগ্রহ এখন ১৫৮.২৫ কোটি টাকায় পৌঁছেছে।

বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২৪১ কোটি টাকা।

 

তবে বক্স অফিসের লড়াইয়ে সিংহামের সঙ্গে কিছুটা পিছিয়ে থাকলেও কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরি অভিনীত ‘ভুল ভুলাইয়া ৩’ নিয়ে দর্শক আগ্রহ চোখ পড়ার মতো। সিংহামের সঙ্গে সরাসরি যুদ্ধে বেশ শক্তিশালী শুরুই করেছে সিনেমাটি। দীপাবলির ছুটিতে বেশ ভাল আয় করবে উভয় সিনেমা, এমনটাই ধারণা করছেন চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকরা।