‘কেজিএফ’ দিয়ে বিশ্বব্যাপী তারকাখ্যাতি অর্জন করেছেন দক্ষিণী তারকা যশ। রীতিমতো শাহরুখ সালমানদের সঙ্গে আয়ের হিসাব হয় তার সিনেমার। কেজিএফের সাফল্যের পর যশের পরবর্তী সিনেমা ‘টক্সিক।’ ইতোমধ্যেই সিনেমাটি ঘিরে তুমুল আগ্রহ তৈরি হয়েছে যশ ভক্তদের।
খবর প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৪, ০৬:৩০ এএম
‘কেজিএফ’ দিয়ে বিশ্বব্যাপী তারকাখ্যাতি অর্জন করেছেন দক্ষিণী তারকা যশ। রীতিমতো শাহরুখ সালমানদের সঙ্গে আয়ের হিসাব হয় তার সিনেমার। কেজিএফের সাফল্যের পর যশের পরবর্তী সিনেমা ‘টক্সিক।’ ইতোমধ্যেই সিনেমাটি ঘিরে তুমুল আগ্রহ তৈরি হয়েছে যশ ভক্তদের।
সংবাদ সংস্থা এএনআইকে মন্ত্রী জানান, তিনি এলাকায় গিয়েছিলেন। দেখেছেন সেখানকার অবস্থা। জায়গাটি সংরক্ষিত বনাঞ্চল।
বিষয়টি নিয়ে আইনি পথে যাওয়ার হুঁশিয়ারিও দেন ঈশ্বর ভীমান্না খন্ডরে।
অভিনয়ের পাশাপাশি ‘টক্সিক’ সিনেমার প্রযোজনাও করছেন যশ।