NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

কাশফুলের নরম ছোঁয়া নিতে গেলেন মিমও


খবর   প্রকাশিত:  ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৪৪ পিএম

কাশফুলের নরম ছোঁয়া নিতে গেলেন মিমও

শরৎ কাল অনেকেই কাশ বনে ছুটছেন ছবি তুলতে। বাদ যাচ্ছে না তারকারাও। দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। চলচ্চিত্রেই বেশি দেখা যায় তাকে।

এখন অবশ্য কাজের চাপ কম। এ কারণেই বোধহয় মাঝেই মাঝেই নানা লুকের ফটোশুটে অংশ নেন। সেই ছবি আবার ফেসবুকে পোস্ট করে মুগ্ধতা ছড়ান। সম্প্রতি কাশফুলের সঙ্গে ছবি তুলে সেগুলো ফোসবুকে পোস্ট করেছেন এই নায়িকা।
পাচ্ছেন দারুণ প্রশংসা।

 

আজ বিকেলে হঠাৎ করে কাশফুলের সঙ্গে ২০ টির বেশি ছবি পোস্ট করেন ফেসবুকে। ক্যাপশনে জুড়ে দেন বেশ কয়েকটি লাইন। লেখেন, ‘শরতের শেষ থেকে, বসন্ত পুরোটা ভেবে তোমাকে কেটে যাবে, যদি মন থেকে, ডেকে দেখো আমায় পেয়ে যাবে।

 

এদিকে পোস্টটি দেয়ার পর বেশ সাড়া পেয়েছেন এই নায়িকা। ১৫ হাজারের বেশি মানুষ নানা ধরণের ইমো দিয়ে ভালোবাসা জানিয়েছেন। মন্তব্য এসেছে প্রায় হাজার খানেক। এরমধ্যে নাজির উদ্দিন নামের একজন লিখেছেন, অসাধারণ সুন্দর লাগছে আপু আপনাকে। অসাধারণ ফটোগ্রাফি হিসেবেও মন্তব্য করেছেন দু তিনজন।