NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
মানুষ ভালো সমাধান মনে করছে অন্তর্বর্তী সরকারকেই-ড. মুহাম্মদ ইউনূস আমরা জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি : শিক্ষা উপদেষ্টা পাকিস্তানের ১৬ ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ, বিবিসিকেও সতর্কতা কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ ১৪ বছরের সূর্যবংশীর দানবীয় সেঞ্চুরিতে দুর্দান্ত জয় রাজস্থানের নির্বিঘ্নে ধর্ম পালনে ‘লাব্বাইক’ অ্যাপ বড় ভূমিকা রাখবে - প্রধান উপদেষ্টা ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না নারী বিবেচনায় জামিন পেলেন মডেল মেঘনা আলম
Logo
logo

‘কোহলি নন, ম্যাচসেরার পুরস্কার পাওয়া উচিৎ একজন বোলারের’


খবর   প্রকাশিত:  ০২ জুলাই, ২০২৪, ০৩:১৬ এএম

‘কোহলি নন, ম্যাচসেরার পুরস্কার পাওয়া উচিৎ একজন বোলারের’

টি-টোয়েন্টি সংস্করণ থেকে রাজকীয় এক বিদায় বিরাট কোহলির। ভারতকে চ্যাম্পিয়ন করার পথে ব্যাটিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে ৭৬ রানের ইনিংস খেলে দলকে রোমাঞ্চকর এক জয় এনে দিয়েছেন ৩৫ বছর বয়সী ব্যাটার।

মাঠের সেই পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ পরে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন কোহলি।

সংক্ষিপ্ত সংস্করণের ক্যারিয়ারের শেষ ম্যাচে এমন স্বীকৃতি সবার কপালে জোটে না। ভারতীয় কিংবদন্তির কপালে যখন জুটল তখন তাঁর সেরার পুরস্কার নিয়ে আবার প্রশ্ন তুললেন সঞ্জয় মাঞ্জরেকার। ভারতের সাবেক ব্যাটারের মতে, কোহলি নন, ম্যাচসেরার পুরস্কার একজন ভারতীয় বোলারের পাওয়া উচিত ছিল।

 

ফাইনাল শেষে ক্রিকইনফোর এক শোতে বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা মাঞ্জরেকার বলেছেন,‘ম্যাচ হেরে যাওয়ার মতো অবস্থায় ছিল ভারত।

৯০ শতাংশ জয়ের সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার। ১২৮ স্ট্রাইকরেটে অর্ধেক ইনিংস ব্যাটিং করেছেন কোহলি। তার সেই ইনিংসকে পরে সম্পূর্ণভাবে রক্ষা করা হয়েছে। তাই আমার মতে ম্যাচসেরার স্বীকৃতি একজন বোলারের ছিল।
কারণ পরাজয়ের মুখ থেকে ম্যাচ বের করে নিয়ে ভারতকে ম্যাচ জিতিয়েছে বোলাররা।’

 

মাঞ্জরেকার অবশ্য ভুল বলেননি। কোহলির ৫৯ বলে ৭৬ রানের ইনিংসের সহায়তায় ভারত ১৭৭ রানের লক্ষ্য দিলেও একটা সময় সহজেই তাড়া করার পথে ছিল দক্ষিণ আফ্রিকা। হাতে ৬ উইকেট নিয়ে ৩০ বলে ৩০ রানের সমীকরণ মেলানো কঠিন কিছু ছিল না প্রোটিয়াদের জন্য। কিন্তু এরপরেই প্রতিপক্ষের সহজ সমীকরণটা কঠিন করে দেন জাসপ্রিত বুমরা-হার্দিক পান্ডিয়া-আর্শদীপ সিংরা।

 

শেষে তো ৭ রানে জিতে বিশ্বকাপ জয়ের খরা কাটায় ভারত। সব সংস্করণের হিসেব কষলে ১৩ বছর পর চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পেয়েছে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০০৭ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারত দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল রোহিত শর্মার অধিনায়কত্বে।