ফ্রান্সের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে পেনাল্টি থেকে গোল পেলেও তা শুধুই ছিল সান্ত্বনার।
রিয়াল মাদ্রিদে স্বপ্নের মতো মৌসুম কাটিয়ে এসেছেন জুড বেলিংহাম। বায়ার্ন মিউনিখকে শিরোপা জেতাতে না পারলেও গোলের নতুন রেকর্ড গড়েছেন হ্যারি কেইন। দুজনই সার্বিয়ার বিপক্ষে শুরুর ম্যাচে গোল করলেও পরের দুই ম্যাচে উঁচু মানের পারফরম করতে পারেনি। তাতে ইংলিশরাও আর জয়ের দেখা পায়নি। যদিও পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েই নক আউটে খেলছে তারা।
বেলজিয়ামের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকুও পারেননি জাল খুঁজে নিতে। সবচেয়ে বেশি সুযোগ পেয়েও তাঁর গোল না পাওয়া হতাশাই বলা যায়। যদিও তিনবার বল জালে পাঠিয়েছিলেন তবে প্রতিবারই ভিএআর পরীক্ষার পর তা বাতিল হয়ে যায়।
এবারের আসরে আত্মঘাতী গোল হয়েছে সবচেয়ে বেশি সাতটি। তিনটি গোল করে সর্বোচ্চ গোলদাতা জর্জিয়ার জর্জেস মিকাউতাদজে। দুটি করে গোল আছে পাঁচজনের; জার্মানির জামাল মুসিয়ালা ও নিকলাস ফুলক্রুস, নেদারল্যান্ডসের কোডি গাকপো, রোমানিয়ার রাজভান মারিন এবং স্লোভাকিয়ার ইভান শ্রানজের।
ফাইনালসহ এখনো ১৫টি ম্যাচ বাকি আছে। সমর্থকদের আশা বড় তারকারা বাকি ম্যাচগুলোতে আলো ছড়াবেন।