রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার বলেছে, তারা ‘রুশবিরোধী কার্যকলাপে’ জড়িত থাকার অভিযোগে তাদের দেশে যুক্তরাষ্ট্রের দুই শতাধিক নাগরিকের প্রবেশ নিষিদ্ধ করেছে। দেশটির প্রেসিডেন্ট নির্বাচন শুরু হওয়ার এক দিন আগে এই ঘোষণাটি এলো। এ নির্বাচনের মাধ্যমে ক্রেমলিনে ভ্লাদিমির পুতিন আরো ছয় বছরের মেয়াদের নিশ্চয়তা পাবেন বলে মনে করা হচ্ছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, ‘বর্তমান মার্কিন প্রশাসনের রুশবিরোধী কার্যকলাপের বিকাশ, বাস্তবায়ন ও ন্যায্যতার সঙ্গে জড়িত ২২৭ মার্কিনের রাশিয়ান ফেডারেশনে প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে।