NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২
Logo
logo
চট্রগ্রাম, নোয়াখালী ও সন্দ্বীপের জনগোষ্ঠী আত্মীয়তার বন্ধনে আবদ্ধ-ড.আবু জাফর মাহমুদ

নিউইয়র্কে বছরের শেষ মেলা ২২ অক্টোবর রোববার ব্রুকলিনে


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ১১:২৪ পিএম

নিউইয়র্কে বছরের শেষ মেলা ২২ অক্টোবর রোববার ব্রুকলিনে

নিউইয়র্ক : বীর মুক্তিযোদ্ধা ড. স্যার আবু জাফর মাহমুদ বলেছেন, জীবনটা হলো জাতির জন্য। আর আত্মীয়তা হলো যোগসুত্রের। ব্রুকলিননের কমিউনিটি চট্রগ্রাম, নোয়াখালী ও সন্দ্বীপের জনগোষ্ঠীর আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। আমিও এই বন্ধনের অংশীদার। আমাদের ব্রুকলিনই আমেরিকায় বাংলাদেশিদের গোড়াপত্তনের হাব হিসেবে বিবেচিত। ব্যবসায়ীদের আদি প্রানকেন্দ্র হচ্ছে ব্রুকলিন। সেখানেই আগামী ২২ অক্টোবর বাংলাদেশি কমিউনিটি আয়োজিত বছরের শেষ পথ মেলা অনুষ্ঠিত হবে। এ মেলার অলংকার হবেন প্রবাসে কর্মরত বাংলাদেশি সাংবাদিকরাই। গত শুক্রবার ১৩ অক্টোবর নিউইয়র্কে জ্যাকসন হাইটস্থ বাংলা সিডিপ্যাপ ও আলেগ্রা হোম কেয়ারের করপোরেট অফিসে বাংলাদেশ মার্চেন্টস এসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলছিলেন।
ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডস এভিনিউতে আয়োজিত পথ মেলার উদ্বোধন করবেন ড. স্যার আবু জাফর মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাপ্তাহিক আজকাল সম্পাদক ও ফোবানার চেয়ারম্যান শাহ নেওয়াজ। গেষ্ট অব অনার ও বিশেষ অতিথি হিসেবে রয়েছেন কাজী আজম, এটর্নি মইন চৌধুরী ও মোহাম্মদ হানিফ। বাংলাদেশ মার্চেন্টস এসোসিয়েশন আয়োজিত এই মেলার কর্মকর্তরা হলেন জাহাঙ্গীর আলম- আহবায়ক, এ এইচ খোন্দকার জগলু-সদস্য সচিব ও মোশাররফ হোসেন মুন-প্রধান সমন্বয়কারি। এসোসিয়েশনের সভাপতি লুৎফুল করিম ও সাধারন সম্পাদক আনোয়ার হোসাইন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে আবু জাফর মাহমুদ আরো বলেন, আমার চিন্তা চেতনাসহ পরো অবয়বটাই বাংলাদেশকে ঘিরে। তাই যখনই বাংলাদেশের নামে ভালো কিছু হতে দেখি তখন উঠে দাঁড়াই। সহযোগিতার হাত বাড়িয়ে দেই। বাংলাদেশ মার্চেন্টস এসোসিয়েশন এর মেলার সাথেও সেভাবে রয়েছি। এই সংগঠনটি কোটারিভূক্ত নয়। বিপুল সংখ্যক বাংলাদেশি ব্যবসায়ীদের অর্ন্তভূক্তির লক্ষ্যে বর্তমান নেতৃত্ব কাজ করছ্।ে সমুদ্র সমুদ্রে যাদের বাস তারা ব্রুকলিনে বাংলাদেশি কমিউিনিটির প্রাণ। তাদের আগামী প্রজন্মের কাছে বাংলাদেশের সাহিত্য সংস্কুতি তুলে ধরতেই এই মেলার আয়োজন। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক আদিত্য শাহিন।
আগামী রোববার ২২ অক্টোবর সকাল ১০টা থেকে রাত ৮টা অবধি এই মেলা চলবে। মেলায় রিজিয়া পারভীন, রানো নেওয়াজ, কৃষœা তিথি ও নিপা জামানসহ প্রায় ১২ জন শিল্পী সংগীত পরিবেশন করবেন। মেলায় রয়েছে আর্কষনীয় র‌্যাফেল ড্র॥ এরমধ্যে রয়েছে গাড়ি, নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক এয়ার টিকেট ও আইফোন।