ইতিহাসের ভয়াবহতম ভূমিকম্পে বিধ্বস্ত হয়ে পড়েছে তুরস্ক ও সিরিয়া। সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানির সংখ্যা ১ হাজার ৫০০ জন ছাড়িয়ে গেছে।

দুই ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক-সিরিয়ায় হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই ধ্বংসযজ্ঞের তুলনা করে ভূমিকম্পের আগের অক্ষত এবং ভূমিকম্প পরবর্তী ধ্বংসস্তূপে পরিণত হওয়া তুরস্কের কিছু ভবনের ছবি প্রকাশ করেছে।

সিরিয়ার সীমান্ত লাগোয়া তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গজিয়ানতেপ শহর ছিল প্রথম ভূমিকম্পটির কেন্দ্রস্থল। সেখানকার ইসকেনদেরান শহরের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে। যেখানে এই শহরের কিছু ভবন ভূমিকম্পের পর কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে তা দেখা যাচ্ছে।

dhakapost
গজিয়ানতেপের বেশিরভাগ দোকানপাট ও বাড়িঘর ধসে পড়েছে এবং আশপাশের রাস্তাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এদিকে, সহস্রাধিক মানুষের প্রাণ কেড়ে নেওয়া ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্কের দক্ষিণাঞ্চলে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে রিখটার স্কেলে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, সোমবার স্থানীয় সময় বেলা ১টা ২৪ মিনিটে দ্বিতীয় দফায় কেঁপে উঠেছে তুরস্ক। দ্বিতীয় দফায় আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫।

dhakapost
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই ধ্বংসযজ্ঞের তুলনা করে ভূমিকম্পের আগের অক্ষত এবং ভূমিকম্প পরবর্তী ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনের ছবি প্রকাশ করেছে

অগভীর এই ভূমিকম্প তুরস্কের একিনোজু শহরের চার কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে আঘাত হেনেছে। এতে আগের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কিছু ভবন দ্বিতীয় ভূমিকম্পে একেবারে মাটিতে ধ্বংস হয়েছে।