পাকিস্তানে গেলেও দ্বিপক্ষীয় বৈঠক হবে না বলে স্পষ্ট জানিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এমন মন্তব্যের তিন দিন পর তার জবাব এলো পাকিস্তানের পক্ষ থেকে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে জয়শঙ্করের মন্তব্য তার সম্পূর্ণ নিজস্ব মতামত। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সাহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সদস্য দেশগুলোর বৈঠকে যোগ দিতে ভারতের প্রতিনিধি হিসেবে পাকিস্তানে যাচ্ছেন জয়শঙ্কর। দীর্ঘ ৯ বছর পর ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে যাচ্ছেন। এর আগে ২০১৫ সালে শেষবার পাকিস্তানে গিয়েছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এবার জয়শঙ্করের পাকিস্তান সফর নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল কূটনৈতিক মহলে।
সেদিন জয়শঙ্কর স্পষ্ট করেন, ‘এই বৈঠক নিয়ে সংবাদমাধ্যমগুলোর বেশ কৌতূহল রয়েছে। হয়তো দুই দেশের সম্পর্ক যে পর্যায়ে রয়েছে, সেই কারণে এই কৌতূহল।
এমন মন্তব্যের মাধ্যমে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে আলোচনার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তার অবসান ঘটিয়ে দেন জয়শঙ্কর।
উল্লেখ্য, আগামী ১৫-১৬ অক্টোবর পাকিস্তানের ইসলামাবাদে এসসিও সদস্য রাষ্ট্রগুলোর বৈঠক রয়েছে। সেই বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়। তবে ভারত সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, প্রধানমন্ত্রীর বদলে পররাষ্ট্রমন্ত্রী এসসিও বৈঠকে যোগ দিতে ইসলামাবাদ যাবেন।