অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপকভাবে যুদ্ধনীতি লঙ্ঘন করেছে ইসরায়েল। মঙ্গলবার (৪ জুন) ইসরায়েলের যুদ্ধনীতি লঙ্ঘনের বিষয়ে কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেন, গাজায় যুদ্ধের নিয়ম লঙ্ঘন করেছে ইসরায়েলি সেনারা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩৬ হাজার ৫৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮২ হাজার ৯৫৯ জন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সাতটি ‘গণহত্যা’ চালিয়ে ৭১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় আহত হয়েছেন ১৮২ জন।
মন্ত্রণালয় জানিয়েছে, এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। তাদের উদ্ধার করা মুশকিল হয়ে যাচ্ছে। কারণ উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ ভেদ করে সেখানে পৌঁছাতে পারছেন না।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব সত্ত্বেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।
ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) আদালতে ইসরায়েলের বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগ রয়েছে। তেল আবিবকে রাফাহ অঞ্চলে হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছে আইসিজে।