চীনের ১২টি যুদ্ধবিমান ও একটি বেলুন তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করার অভিযোগ করেছে তাইওয়ান। স্বশাসিত দ্বীপদেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের প্রায় এক মাস আগে এ ঘটনায় উভয় পক্ষের উত্তেজনা বেড়েছে।

পশ্চিমা গণতান্ত্রিক কায়দায় শাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। কর্তৃত্ব দেখানোর জন্য তাইওয়ানের পাশে কয়েক বছর ধরে নিয়মিতভাবে চীনা সামরিক টহল ও মহড়া চলছে।

 

 

গতকাল শুক্রবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘বৃহস্পতিবার রাতে চীনের ১২টি যুদ্ধবিমান মধ্যরেখা অতিক্রম করে আমাদের অংশে ঢুকে পড়েছিল। শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মোট ২৬টি যুদ্ধবিমান ও ১০টি জাহাজ সীমান্ত এলাকায় শনাক্ত করা হয়েছে। তার মধ্যে ১২টি যুদ্ধবিমান মধ্যরেখা অতিক্রম করেছে।’

তাইওয়ান সরকার জানায়, তাদের সামরিক বাহিনী যুদ্ধবিমান, নৌবাহিনীর জাহাজ এবং ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রস্তুত রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

 

 

এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে তাইওয়ানের উত্তরাঞ্চলের কিলুং থেকে ১৮৭ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিমে চীনা বেলুন শনাক্ত করা হয়েছে। প্রায় এক ঘণ্টা ধরে এটি দেখা গেছে। তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং বলেছেন, ‘যদি বেলুনটি অন্য কোনো দেশ শনাক্ত করত, সে ক্ষেত্রে সবাই অবাক হয়ে প্রশ্ন তুলত, কেন আমরা আগে বিষয়টি জানাইনি।’ এ ব্যাপারে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।