ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে ৮০ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ দল। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় রয়েছে দ্বিতীয় দিনে টাইগারদের মিস করা সুযোগগুলো। ভারতীয় ব্যাটারদের কয়েকবার আউট করার সুযোগ পেলেও সেগুলো লুফে নিতে পারেনি বাংলাদেশ দল। তবে ম্যাচের এসব সুযোগ মিস গুলো ভুলে যাওয়াই ভালো বলছেন তাইজুল ইসলাম। 

ভারতের বিপক্ষে দ্বিতীয় দিনে নুরুল হাসান সোহান করেছেন সহজ স্ট্যাপিং মিস। এছাড়া মেহেদী হাসান মিরাজও করেছেন ক্যাচ মিস। ম্যাচের সময়ে এমন ক্যাচ মিস হলে বোলারদের মানসিকভাবে পিছিয়ে দেয় কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তাইজুল জানালেন, মাঠে এসব আসলে ওভাবে কাজ করে না।

দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তাইজুল বলেন, ‘এসব আসলে মাঠের মধ্যে ওভাবে কাজ করে না। কারণ যদি মাঠের মধ্যে আমার ব্রেইন না-ই চলে, তখন পরের বল করাটা অনেক কঠিন হয়। তো এগুলো আসলে ভুলে যাওয়া ভালো।’

ম্যাচে ক্যাচ ফেলা নিয়ে তাইজুল আরও বলেন, ‘সত্যি কথা বলতে আমাদের এখানে একটু ঘাটতি আছে। ঘাটতিটা এরকম যে বড় বড় দলের সঙ্গে খেলতে গেলে হয়তোবা এ সুযোগগুলো পাওয়া যায় না। বাংলাদেশের সঙ্গে দুই একটা সুযোগ দলগুলো পেয়ে থাকে। ইনশাআল্লাহ আমরা দ্রুতই কাভার করার চেষ্টা করবো।’