স্পোর্টস ডেস্ক: কাতারে ফুটবল বিশ্বকাপ কাভার করার দায়িত্বে থাকা ফটো সাংবাদিক খালিদ আল মিসলাম মারা গেছেন। কাতারের এই নাগরিক আল কাস টিভির ফটো সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। গলফটাইমস লিখেছে, ‘আল কাস টিভির ফটো সংবাদিক আল মিসলাম সম্প্রতি মারা গেছেন। কাতারি এই সাংবাদিক ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ কাভার করছিলেন।’

 

এবারের বিশ্বকাপ কাভার করতে গিয়ে এর আগে মারা গেছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফুটবল সাংবাদিক গ্রান্ট ওয়াল। শুক্রবার রাতে লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের সময় প্রেস বক্সে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কাতার বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচে রংধনু টি-শার্ট পরে স্টেডিয়ামে ঢুকতে চেয়েছিলেন গ্রান্ট। কিন্তু তাকে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। পরে টি-শার্ট বদল করেই স্টেডিয়ামে ঢুকতে হয় তাকে। গ্রান্টের ভাই এরিক ওয়ালের দাবি, তাকে খুন করা হয়েছে।

এরিক ওয়াল বলেন, ‘আমি গ্রান্ট ওয়ালের ভাই। আমি সমকামী। আমার জন্যই সে রংধনু শার্ট পরে এসেছিল বিশ্বকাপে। আমার ভাই সুস্থ ছিল। আমি বিশ্বাস করি না, সে এমনি এমনি মারা গেছে। আমি বিশ্বাস করি, তাকে হত্যা করা হয়েছে এবং আমি যেকোনো সাহায্য ভিক্ষা চাচ্ছি। ’

এর আগে বিশ্বকাপের শুরুর দিকে মারা যান যুক্তরাজ্যভিত্তিক টেলিভিশন চ্যানেল আইটিভির টেকনিক্যাল ডিরেক্টর রজার্স পিয়ার্স। তিনি এই টিভিতে ৪৩ বছর ধরে কর্মরত ছিলেন।