অনেক মাস ধরেই বার্সেলোনা তাদের মিডফিল্ডার পাবলো পায়েজ গাভির চুক্তি নবায়নের আলাপ চালিয়ে যাচ্ছিল। তার বয়স ১৮ পেরিয়েছে দিনকয়েক আগেই। এরপর সময় যত গড়িয়ে যাচ্ছিল, বার্সেলোনার উৎকণ্ঠাও বাড়ছিল ক্রমেই। অবশেষে সেই উৎকণ্ঠার প্রহর শেষ হয়েছে। বার্সেলোনার গাভির সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা দেখেছে আলোর মুখ।
এই চুক্তির ফলে গাভির রিলিজ ক্লজ বা দাম বেড়ে দাঁড়াবে ১০০ কোটি ইউরো বা ৯৬৬৬ কোটি টাকা। অর্থাৎ, তাকে কোনো দল কিনতে চাইলে দিতে হবে এই সমপরিমাণ অর্থ। এই খবর আজ জানিয়েছেন ইউরোপীয় দলবদলের নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে শিগগিরই সেটা ঘোষণা দেবে বার্সা।
গাভির সঙ্গে বার্সেলোনার বর্তমান যে চুক্তি আছে, সেটা শেষ হয়ে যাবে ২০২৩ সালের গ্রীষ্মেই। নতুন চুক্তির ফলে স্প্যানিশ এই মিডফিল্ডারের ২০২৬ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকা নিশ্চিত হলো।
বার্সেলোনার একাডেমি লা মাসিয়া থেকে মূল দলে উঠে সবশেষ খেলোয়াড় গাভি। গেল মৌসুমে তিনি প্রথমবারের মতো মূল দলে আসেন। এরপরই তিনি নজরে পড়ে গেছেন তার জাতীয় দলের কোচ লুইস এনরিকেরও। ক্লাব ও মূল দল দুই জায়গাতেই তিনি রীতিমতো অবিচ্ছেদ্য অংশই হয়ে উঠেছেন।
সেই গাভির চুক্তিই কি না শেষ হয়ে যাচ্ছিল আগামী বছর। গেল গ্রীষ্মে তার ওপর চোখ ছিল বেশ কিছু ইউরোপীয় জায়ান্টের। তার এজেন্ট ইভান দে লা পেনার সঙ্গে দফায় দফায় আলোচনা চলেছে বার্সার। তবে সুফল মিলছিল না একটুও। যার ফলে তার ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, বায়ার্ন মিউনিখের মতো দলে যোগ দেওয়ার গুঞ্জনও মাথাচাড়া দিয়ে উঠতে থাকে বেশ। তবে গাভি বার্সেলোনা ছাড়া অন্য কোনো ক্লাবকেই বিকল্প হিসেবে দেখেননি, যার ফলে বার্সাতেই থেকে যান তিনি।
সব মিলিয়ে ৫৩ ম্যাচে বার্সেলোনার হয়ে খেলেছেন তিনি। ২ গোলের পাশাপাশি করেছেন ছয়টি অ্যাসিস্ট। চলতি মৌসুমে তিনি পাঁচটি লিগ ম্যাচের প্রতিটিতেই খেলেছেন শুরু থেকে, দলে ফ্রেঙ্কি ডি ইয়ং, ফ্র্যাঙ্ক কেসিদের মতো মিডফিল্ডার থাকার পরও তাকেই একাদশে সুযোগ দিয়েছেন কোচ জাভি হার্নান্দেজ। সবকিছুই ইঙ্গিত দিচ্ছিল তার চুক্তি নবায়নের, তবে শেষে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল বার্সার ফিন্যানসিয়াল ফেয়ার প্লের সমস্যাটি। ফ্যাব্রিজিও রোমানোর ভাষ্যমতে, সেটারও সমাধান হয়ে গেছে এবার।