হ্যান্ডবল দিয়ে বাংলাদেশের ইসলামিক সলিডারিটি গেমসের যাত্রা শুরু হলো। হ্যান্ডবলে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক তুরস্কের সঙ্গে ৫১-১০ গোলে হেরেছে। 

পরাজয়ের ব্যবধান বড় হলেও বাংলাদেশের জন্য ম্যাচটি ছিল অভিজ্ঞতা সঞ্চয়ের। সারা বছর পল্টনের শহীদ ক্যাপ্টেন মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়াম ব্যস্ত থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে খেলা হয় না তেমন হ্যান্ডবল খেলোয়াড়দের। দক্ষিণ এশিয়ার গন্ডি পেরিয়ে হ্যান্ডবল এই প্রথম বড় মঞ্চে খেলছে।

 ইসলামিক সলিডারিটি গেমসে ৫৪ দেশ অংশগ্রহণ করছে। এমন আসরে প্রথম ম্যাচেই বাংলাদেশ স্বাগতিক তুরস্কের সঙ্গে পড়েছে৷ তুরস্কের জালে বাংলাদেশ ১০ বার বল পাঠাতে পেরেছে। আল্পনা, খাদিজা, মিস্টি, সানজিদা জোড়া গোল করেন। শ্যামলী ও পুর্ণিমা একটি করে গোল করেছেন। 

৯ আগস্ট ইসলামিক সলিডারিটি গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন। এর আগেই আজ বাংলাদেশ হ্যান্ডবল দল ও টিটি খেলোয়াড়েরা মাঠে নেমেছে। আগামীকাল বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান ১০০ মিটার স্প্রিন্টে অংশগ্রহণ করবেন।