তৃতীয় দিনের ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে গতকাল ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। ক্রমেই ব্যাটিংয়ের জন্য কঠিন হয়ে ওঠা উইকেটে প্রথম ঘণ্টা নির্বিঘ্নে কাটিয়ে দিলেও শেষ পর্যন্ত ২৩৪ রানে থেমে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসের ১৪৯ রানের চেয়ে স্কোর কার্ড একটু ভদস্থ চেহারা পেলেও কানপুরে দ্বিতীয় টেস্টের আগে আবার মাথা চাড়া দিয়ে উঠেছে ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা। দ্বিতীয় ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ৮২ রানের ইনিংস খেলা অধিনায়ক নাজমুল হোসেনের কথায়ও ব্যাটারদের নিয়ে ভাবনার বড় হারের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ব্যাপারটা ফুটে উঠেছে।
ভারতের ৩৭৬ রানের জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ৪৭.১ ওভার ব্যাটিং করতে পেরেছে। উইকেটে ব্যাটারদের তাই আরো বেশি সময় কাটানোর দিকে মনোযোগী হতে বলেছেন নাজমুল, ‘যেকোনো ব্যাটারের জন্য উইকেটে সময় কাটানো খুবই গুরুত্বপূর্ণ। প্রথম টেস্টে উইকেটে আমরা যথেষ্ট সময় কাটাতে পারিনি।
প্রথম ইনিংসে মাত্র ৪০ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের শুরুতে বাংলাদেশ দলের ব্যাটিংয়ের এই প্রবণতা নতুন নয়। টেস্ট ক্রিকেটে অনেক দিন ধরেই এই সমস্যা সঙ্গী করে পথ চলছে বাংলাদেশ।
পাকিস্তানে ব্যাটিং-বোলিং মিলিয়ে ভিন্ন এক বাংলাদেশকেই দেখা গিয়েছিল। চেন্নাইয়ে বোলারদের সঙ্গে তাল মিলিয়ে ব্যাটারদের দায়িত্ব নিতে না পারাতেই ভারতে আরেকটি বড় হার সঙ্গী হয়েছে বাংলাদেশের। কানপুরে তাই সব মনোযোগ ব্যাটারদের ঘিরে।