১৬ রানে ৩ উইকেট খুইয়ে রীতিমতো খাদের কিনারেই চলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে এরপরই নিকলাস পুরান আর কেসি কার্টি রীতিমতো গলার কাঁটা হয়েই দাঁড়িয়েছিলেন বাংলাদেশের জন্য। তাদের শেষ জনকে ফিরিয়ে অবশেষে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিলেন নাসুম আহমেদ।

তাইজুল ইসলাম ঝলমলে এক শুরুই এনে দিয়েছিলেন বাংলাদেশকে। নিজের প্রথম দুই ওভারেই শিকার করেছিলেন দুই উইকেট। এরপর আঘাত হেনেছিলেন মুস্তাফিজুর রহমান। তাতে ১৬ রানে ৩ উইকেট হারিয়ে উইন্ডিজ আরও একটা ব্যাটিং ব্যর্থতার প্রমাদ গুনছিল।

তবে এরপরই উইন্ডিজ লড়াইয়ে ফিরেছে পুরান আর কার্টির ৬৭ রানের জুটিতে ভর করে।