ক্রিশ্চিয়ানো রোনালদোকে রেকর্ডের বরপুত্র বললে মোটেই অত্যুক্তি হবে না। একের পর এক রেকর্ড গুঁড়িয়ে দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন তিনি। ৩৭ বছর বয়সেও থামার কোনো ইঙ্গিত নেই তার, সামনের দিনগুলোতে তাই আরও অনেক রেকর্ড তার সামনে লুটিয়ে পড়বে সেটা হলফ করেই বলা যায়। তবে এতসব রেকর্ড নিজের করে নিতে তাকে খুব একটা কষ্ট করতে হচ্ছে না, বরং এসব আপনিতেই তার কাছে ধরা দিচ্ছে বলে মনে করেন পর্তুগিজ অধিনায়ক।
আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড আগেই করেছিলেন, গত বছর পর সব ধরনের ফুটবলের গোলের হিসাবেও সবাইকে ছাড়িয়ে গেছেন রোনালদো। এছাড়া সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ এবং বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের অনেক রেকর্ডের মালিক তিনি।
আজ শুক্রবার (৩ জুন) ম্যানচেস্টার ইউনাইটেড ওয়েবসাইটের সঙ্গে আলাপচারিতায় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন রোনালদো। প্রথমেই ১৪ বছর পর গত গ্রীষ্মে ওল্ড ট্রাফোর্ডে ফেরার অনুভূতি জানিয়ে এই পর্তুগিজ মহাতারকা বলেন, ‘যেখানে আমার ক্যারিয়ার বিকশিত হয়েছে সেই ক্লাবে ফিরে আসতে পেরে আমি সত্যিই অনেক খুশি ছিলাম। এটা অবিশ্বাস্য ছিল। যখন আমি ফিরে আসি তখন সমর্থকদের ভালোবাসা পেয়ে ভালো লেগেছিল। তাদের খুশি দেখা সত্যিই অসাধারণ। আমি ছিলাম এবং এখনও আছি, এখানে থাকতে পেরে খুবই খুশি।’
আর প্রায়শই নিত্যনতুন রেকর্ডের নিজের নামে করা নেওয়ার অনুভূতি জিজ্ঞেস করা হলে খানিকটা কৌতুকাবহে রোনালদো, ‘দেখুন আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ড আমার পেছনে ছোটে। রেকর্ডগুলো স্বাভাবিকভাবেই হচ্ছে।’
ক্লাব ফুটবলের মৌসুম শেষ করে রোনালদো এখন জাতীয় দলের হয়ে উয়েফা নেশনস লিগে অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার রাতে নেশনস লিগের এবারের আসরে স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে প্রথমবারের চ্যাম্পিয়ন রোনালদোর পর্তুগাল।