ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অনেকেই আলোচনায় বলেন- বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি না, এখন ১৮ কোটি। কেউ বলছে, ১৮ কোটি না ২০ কোটি। এই যে বিভিন্ন আলোচনা এগুলো অনুমাননির্ভর। সেই জায়গা থেকে এখন আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারছি, আজকে আমাদের জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ। কাজেই এই জায়গাটি অনেক বড় অর্জন।

আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক তথ্য প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, এই শুমারির মাধ্যমেই কিন্তু আমরা সেটা পেয়েছি। তার মাঝে আমরা এটাও দেখতে পারছি- জনসংখ্যার কত ভাগ নারী, কত ভাগ পুরুষ। সেখানে দেখা যাচ্ছে নারীদের সংখ্যা কিছুটা বেশি। কাজেই সরকারের সব উন্নয়ন কাজের মূলধারায় নারীকে সম্পৃক্ত করা কত যে গুরুত্বপূর্ণ, সেটিও আজকে এই প্রতিবেদনে স্পষ্ট হয়ে উঠছে।

তিনি আরও বলেন, শুমারির রিপোর্টের সঙ্গে বিভিন্ন বিষয়ের একটি নিবিড় যোগসূত্র আছে। যেমন এখানে আলোচনায় এসেছে প্রবাসী বাংলাদেশির সংখ্যা কত। তারা কী বিদেশি নাগরিক নাকি অনেকেই স্থায়ীভাবে বসবাস করছেন। এই কথাগুলো উঠে আসছে। কাজেই কতদূর পর্যন্ত আমরা সেই বিশ্লেষণ নিয়ে যাব, সেটাও আমাদেরকে ভাবতে হবে। যত বেশি যাওয়া যাবে ততো ভালো, কারণ আরও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।