ঢাকা: একটি দেশকে শাস্তি দিতে গিয়ে বিশ্বের মানুষকে শাস্তি দেয়া থেকে সরে আসতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনির্মিত ৮ তলা অফিস ভবন উদ্বোধন এবং ‘বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক’ প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান সরকারপ্রধান। তিনি বলেন, বাংলাদেশ শুধু রাজনীতি না, অর্থনৈতিক কূটনীতিকে গুরুত্ব দেবে।
রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে তিনি বলেন, সাড়ে ১৬ কোটি মানুষের ওপর রোহিঙ্গা জনগোষ্ঠীর বোঝা টানা কষ্টকর। এটি অনুধাবন করে মিয়ানমারে প্রত্যাবাসনে উদ্যোগী হতে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কার্যক্রমকে নিরবিচ্ছন্ন করতেই মন্ত্রণালয় চত্বরে আধুনিক প্রযুক্তি সম্বলিত নতুন আটতলা ভবন নির্মাণ করা হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্মিত এই ভবনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে কুটনৈতিক উৎকর্ষতা সাধনের জন্য পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন এবং বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকীকে বঙ্গবন্ধু পদক দেয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত বঙ্গবন্ধু কর্ণার অ্যারাউন্ড দ্যা ওয়ার্ল্ড বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক কূটনীতির পাশাপাশি অর্থনৈতিক কূটনীতিটাও গুরুত্বপূর্ণ। এ সময় তিনি বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্ব অর্থনৈতিক চ্যালেঞ্জর মুখে পড়েছে। রোহিঙ্গারা দেশের জন্য বিরাট বোঝা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, সরকার অহেতুক কারো উপর নির্ভরশীল হয়ে নয় বরং আত্মনির্ভশীল হয়ে ওঠার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। বিশ্বের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে দেশের মানুষের অধিকার নিশ্চিত করাই সরকারের পররাষ্ট্রনীতি বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।