নিউইয়র্ক: নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করেছে যুক্তরাষ্ট্র যুবলীগ। গত ২৬ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় জ্যামাইকার ইকরা পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠান আয়োজনে ছিল শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সম্মাননা, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা।
যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা রহিমুজ্জামান সুমনের সভাপতিত্বে এবং যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা মো: সেবুল মিয়া, মিজানুর রাহমান চৌধুরী ও আল-মামুন সরকারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কার্যকারী সদস্য হাজী এনাম দুলাল মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, নিইউয়র্ক ষ্টেট আওয়ামী লীগের উপদেষ্টা সিরাজুল ইসলাম ভুইয়া, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়–য়া, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন স্বপন, নিইউয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিবলী সাদিক, মায়মনসিংহ সমিতির সভাপতি কাজল মিয়া।
আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা রিন্টু লাল দাস, শাহ সেলিম, রেজা আব্দুল্লাহ স্বপন, ইমরুল কায়েস, রুপচান মিয়া, নিতাই পাল, বাপ্পা দে, নুর ইসলাম, নাসির উদ্দিন, রুবেল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। পরিবেশন করা হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত। শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এর পর বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
এর আগে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে হাজী এনাম দুলাল মিয়া বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের সরকার যতদিন ক্ষমতায় থাকবে বাংলাদেশ ততদিন নিরাপদ। তিনি বলেন, আগামী ২০২৪ সালের নির্বাচনে আবারও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযুদ্ধের চেতনার সকল যুবসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। যুক্তরাষ্ট্র যুবলীগকে সুসংগঠিত করতে হবে।
বক্তারা বাংলাদেশের উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, বহির্বিশ্বে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে যুক্তরাষ্ট্র যুবলীগকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করা সময়ের দাবি। যুক্তরাষ্ট্র যুবলীগের নতুন কমিটি গঠননের মাধ্যমেই এটি সম্ভব। তাহলেই বিগত দিনের মত আগামীতেও যুক্তরাষ্ট্রে জামাত-বিএনপির যে কোন ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবেলা করা সম্ভব হবে।
আলোচনা শেষে প্রবাসের জনপ্রিয় শিল্পীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। গভীর রাত পর্যন্ত চলে এ সাংস্কৃতিক পরিবেশনা।
নিউইয়র্কে বাংলাদেশের মহান বিজয় দিবসের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র যুবলীগের কমিটি গঠনের দাবি
প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:২৭ এএম



প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্ক সিটি থেকে বাফেলো যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ সানি সহ দুইজন নিহত

বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন শাহ নেওয়াজ!

বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে “Passport DC’s Embassy Tour -2025” অনুষ্ঠিত

নিউইয়র্ক সিটি হলে অটিজম সচেতনতায় বাংলাদেশি শিশুদের নিয়ে ‘ফটো প্রদর্শনী’

যুক্তরাষ্ট্রসহ ৮০ দেশে বাংলাদেশ মিশন, দূতাবাস ও কনস্যুলেটে সেবার নতুন ফি নির্ধারণ

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে সম্ভাব্য প্রার্থী যারা

জেএসএফ সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটনের বাংলাদেশে সাংগঠনিক তৎপরতা

চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ সাধারন সভা অনুষ্ঠিত