মুহিত সভাপতি : মোশাহিদ সম্পাদক
ব্রঙ্কস বরো আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন
প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪৪ পিএম



নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ব্রঙ্কস বরো শাখার ত্রিবার্ষিক সম্মেলনে আব্দুল মুহিতকে সভাপতি এবং মোশাহিদ চৌধুরীকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর ত্রিবার্ষিক সম্মেলনটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতে ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাত ও এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
আব্দুল হাসিব হাসনুর সভাপতিত্বে ও সদস্য সচিব এইচ এম ইকবালের পরিচালনায় সম্মেলনের উদ্বোধক ছিলেন নিউইয়র্ক আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী ও প্রধান বক্তা নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু।
স্ট্রার্লিং বাংলাবাজারের মামুন টিউটিরিয়াল পার্টি হলে আয়োজিত সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সাইকুল ইসলাম, এম উদ্দীন আলমগীর, সাংগঠনিক সম্পাদক শিবলী সাদেক শিবলু, মাহফুজুল হক হায়দার, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দুরুদ মিয়া রনেল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সদস্য সাংবাদিক শেখ শফিকুর রহমান, সাব্বির আহমেদ, শ্যামল চন্দ্র চন্দ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী বলেন, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ প্রবাসে সবচেয়ে সুসংগঠিত এবং শক্তিশালী সংগঠন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মাসের শেষে জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক আসবেন। আমরা সবাই মিলে জেএফকে বিমানবন্দরে নেত্রীকে অভিনন্দন জানবো। নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড হিসেবে অতীতে সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে। যে কোন সঙ্কট মোকাবিলায় আমরা সবসময় প্রস্তুত রয়েছি।
সম্মেলনের দ্বিতীয় পর্বে নতুন কমিটি গঠনের লক্ষ্যে কাউন্সিলে উপস্থিত সবার সর্বসম্মত সিদ্ধান্তে আব্দুল মুহিত সভাপতি ও মোশাহিদ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সবশেষে উপস্থিত সবাইকে নৈশভোজের মাধ্যমে আপ্যায়ন করা হয়।
প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্ক সিটি থেকে বাফেলো যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ সানি সহ দুইজন নিহত

বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন শাহ নেওয়াজ!

বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে “Passport DC’s Embassy Tour -2025” অনুষ্ঠিত

নিউইয়র্ক সিটি হলে অটিজম সচেতনতায় বাংলাদেশি শিশুদের নিয়ে ‘ফটো প্রদর্শনী’

যুক্তরাষ্ট্রসহ ৮০ দেশে বাংলাদেশ মিশন, দূতাবাস ও কনস্যুলেটে সেবার নতুন ফি নির্ধারণ

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে সম্ভাব্য প্রার্থী যারা

জেএসএফ সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটনের বাংলাদেশে সাংগঠনিক তৎপরতা

চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ সাধারন সভা অনুষ্ঠিত