যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বর সেক্টর কমান্ডারস ফোরামের সমাবেশ
প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪৫ পিএম



আগামী ১১ সেপ্টেম্বর দুপুরে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস সংলগ্ন গুলশান টেরেসে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র চ্যাপ্টারের নতুন কমিটির পরিচিতি সমাবেশের আয়োজন করা হয়েছে। ৯/১১এর ভিকটিমদের প্রতি যথাযথ শ্রদ্ধাঞ্জলি প্রদর্শনের পাশাপাশি জাতির জনক এবং শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যদিয়ে সমাবেশ শুরু হবে।
পরিচিতি সমাবেশে একাত্তরের চেতনায় উজ্জীবিতগণকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে থাকতে পারেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এম এ মোহিত এবং নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল ড. মুনিরুল ইসলাম।
এই সংগঠনের উপদেষ্টামন্ডলীতে রয়েছেন বীর প্রতিক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত কণ্ঠযোগদ্ধাসহ অনেকে। ২০২২-২০২৫ মেয়াদের জন্যে কেন্দ্র অনুমোদিত কমিটির নেতৃত্বে রয়েছেন সভাপতি লাবলু আনসার এবং সাধারণ সম্পাদক রেজাউল বারি।
উল্লেখ্য, একাত্তরের মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারসগণের সমন্বয়ে গঠিত এই ফোরামকে পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ-প্রজন্মের ফোরামে পরিণত করা হয়েছে। এজন্যে অনেকে মনে করেন যে, এই ফোরামে মুক্তিযোদ্ধা নন-এমন লোকজন কীভাবে রয়েছেন। সেটি করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে নেয়ার অভিপ্রায়ে। প্রকৃতির নিয়মে ক্রমান্বয়ে সেক্টর কমান্ডারসগণের মতো মুক্তিযোদ্ধারাও চির বিদায় নিচ্ছেন। দল-নিরপেক্ষ একটি অবস্থান থেকে বাঙালির মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরণে কাউকে না কাউকে (রাজনৈতিক দলের পাশাপাশি) নি:স্বার্থভাবে দায়িত্ব নিতে হবে। সে তাড়না থেকেই যুক্তরাষ্ট্রে কাজ করছে এই ফোরাম।
প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্ক সিটি থেকে বাফেলো যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ সানি সহ দুইজন নিহত

বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন শাহ নেওয়াজ!

বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে “Passport DC’s Embassy Tour -2025” অনুষ্ঠিত

নিউইয়র্ক সিটি হলে অটিজম সচেতনতায় বাংলাদেশি শিশুদের নিয়ে ‘ফটো প্রদর্শনী’

যুক্তরাষ্ট্রসহ ৮০ দেশে বাংলাদেশ মিশন, দূতাবাস ও কনস্যুলেটে সেবার নতুন ফি নির্ধারণ

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে সম্ভাব্য প্রার্থী যারা

জেএসএফ সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটনের বাংলাদেশে সাংগঠনিক তৎপরতা

চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ সাধারন সভা অনুষ্ঠিত