নিউইয়র্কে শ্রীকৃষ্ণ ভক্তসংঘের বর্ণাঢ্য প্যারেডে সম্প্রীতির জয়গান
প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪৫ পিএম



প্রবাসের সুপরিচিত সংগঠন শ্রীকৃষ্ণ ভক্তসংঘ সংঘের নিজস্ব মন্দির ও উডসাইডে গীতা টেম্পলে জন্মাষ্টমী মহোৎসব বর্ণাঢ্য আয়োজনে পালন করেছে। কর্মসূচির বিশেষ আকর্ষণ ছিল ব্যস্ততম রাজপথ দিয়ে বর্ণাঢ্য প্যারেড। ধম-বর্ণ-গোত্র নির্বিশেষে সর্বস্তরের আমেরিকানরা ধর্মপ্রাণ বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের এ প্যারেড কৌতূহলী দৃষ্টিতে অবলোকন করে।
১৯ আগস্ট সকাল ১১টায় ভগবানের অভিষেক, পূজা, ভোগ আরতির মধ্য দিয়ে পুরোহিত শ্রীমৎ জগদীশ ব্রহ্মচারী পরম পুরুষোত্তমের মহা আগমন বার্তা ভক্তপ্রাণে মন্দ্রিত করেন। তাকে সহযোগিতা করেন জয়শ্রী রায়, শিপ্রা রায়, মমতা ভৌমিক, অঞ্জলি সরকার, তপতি পোদ্দার। পরিচালনায় ছিলেন কম্যুনিটি লিডার রূপকুমার ভৌমিক। নিত্যগোপাল গোস্বামীর সুললিত কণ্ঠে কৃষ্ণের জন্মকথা শ্রবণ করে ভক্তরা ভক্তি রসে আপ্লুত হয়ে পড়েন। শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনামে অংশগ্রহণ করেন সবিতা দাস, জয়শ্রী রায়, শান্তি সাহা, হেনা আচার্য, শম্পা রায়, অঞ্জলি সরকার, শিপ্রা রায়, তপতি পোদ্দার, বিদুৎ , সজল প্রমুখ। গীতা চর্চায় আগ্রহী ভক্তদের মাঝে গীতা দান করেন সুশীল কুমার সাহা ।
দ্বিতীয় দিন ২১ আগস্ট ছিল সংঘের ২২ তম শুভ জন্মাষ্টমী প্যারেড ও নগর কীর্তন। উল্লেখ্য, ২০২০ -এ করোনা মহামারীর কারণে প্যারেড নগর কীর্তনের আয়োজন না হওয়ায়, এটি সংঘের ২২ তম আয়োজন।
নিউইয়র্ক সিটির উডসাইডে দিব্যধাম সেবাশ্রম মন্দিরে বিকাল ৩টায় একটি সুসজ্জিত মঞ্চে ‘কৃষ্ণ মন্দির গীতা স্কুল’র ছাত্র-ছাত্রীদের গায়ত্রী, বেদমন্ত্র, প্রণাম মন্ত্র ও শান্তি মন্ত্রের সুধাস্নিগ্ধ স্বরে পবিত্র উচ্চারণে দিনের উৎসবের শুভ সূচনা করা হয়। নাচ পরিবেশন করেন অনিন্দিতা, জয়া, কৃষ্টি, সপ্তর্ষী, ঋষিকা, তমা ও বিদিশা।
আহ্বান ও প্রার্থনা সংগীতাসরে অংশগ্রহণ করেন সবিতা দাস, শম্পা রায়, জয়শ্রী রায়, স্বপ্না মল্লিক, মমতা ভৌমিক, অঞ্জলি সরকার, শিপ্রা রায়, সাবু নাথ। মৃদঙ্গে সংগত করেন রাজউৎস ও পলাশ নন্দী, করতালে ছিলেন সতীশ শর্মা। এরপর গীতা স্কুলের ছাত্র-ছাত্রী ও তাদের মায়েদের সমন্বয়ে পরিবেশনায় এবং অধ্যক্ষ রঞ্জিত রায়ের পরিচালনায় “যমুনা পুলিনে” ( ব্রজ গোপালের মেলা)- মঞ্চস্থ হয় বিশেষ নাটক “বালো গোপালের লীলা ও নন্দোৎসব”। প্যারেডটি জ্যাকসন হাইটসের ব্যস্ততম রাজপথ প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে ফিরে আসে ।
জন্মাষ্টমী মহোৎসব-২০২২ এর উদযাপন কমিটির আহ্বায়ক এবং সংঘের সুরেশ চন্দ্র রায় সকল ভক্ত চরণে কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতে এই মহোৎসবকে আরও বেগবান এবং অক্ষুন্ন ধারায় এগিয়ে নেবার জন্যে সকলের স্বতঃস্ফুর্ত সহযোগিতা কামনা করেন। সংঘের চেয়ারম্যান ডা. প্রভাত চন্দ্র দাস জন্মাষ্টমী মহোৎসব বিশেষ করে প্যারেডে আগত ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
প্রতিবছরের মতো এবারও বার্ষিক মুখপাত্র “সত্যম” যথারীতি প্রকাশিত হয়। প্রসাদ এবং মহোৎসবের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন মহেশ্বর প্রভু, কিশোর বিশ্বাস, প্রনব কুমার রায় রনো, ইন্দ্রজিত মজুমদার, সুকান্ত দাস টুটুল, সুভাস সাহা, অমরেন্দ দাস, বিমল সরকার, পংকজ রায়, নিতাই, সুশীল সাহা, রবীন্দ্র শীল, দীলিপ নাথ, সুরেশ রায়, সুমন মিত্র, সুরঞ্জন বণিক, তরুন সাহা, রঞ্জন ভট্টাচার্য, রূপকুমার ভৌমিক, সুধন্য সেন। প্যারেড পরিচালনায় ছিলেন সুকান্ত দাস টুটুল, দীলিপ নাথ, পংকজ রায়, সুমন মিত্র, সুরঞ্জন বণিক, প্রদীপ কুন্ডু, রবীন্দ্র শীল, শ্যামল মল্লিক, তরুন সাহা, সুভাস সাহা, শিতাংশু গুহ। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিকল্পনায় ও উপস্থাপনায় ছিলেন রঞ্জিত রায় ও প্রদীপ কুন্ডু ।
প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্ক সিটি থেকে বাফেলো যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ সানি সহ দুইজন নিহত

বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন শাহ নেওয়াজ!

বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে “Passport DC’s Embassy Tour -2025” অনুষ্ঠিত

নিউইয়র্ক সিটি হলে অটিজম সচেতনতায় বাংলাদেশি শিশুদের নিয়ে ‘ফটো প্রদর্শনী’

যুক্তরাষ্ট্রসহ ৮০ দেশে বাংলাদেশ মিশন, দূতাবাস ও কনস্যুলেটে সেবার নতুন ফি নির্ধারণ

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে সম্ভাব্য প্রার্থী যারা

জেএসএফ সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটনের বাংলাদেশে সাংগঠনিক তৎপরতা

চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ সাধারন সভা অনুষ্ঠিত