সিডনিতে শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকদের মতবিনিময়
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৫, ১১:৩৩ এএম



মুসলিম ওয়েলফেয়ার সেন্টার এর (এএমডব্লিউসি) মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মতবিনিময় সভা সেন্টারের নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল থেকেই মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সাথে অভিভাবকরাও ইন্টারভিউ সেশনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রথমে কোরআন থেকে তেলওয়াত করেন হাফেজিয়া ক্লাশের ছাত্র আয়মেন হক। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল গোলাম মোস্তফা। শুভেচ্ছা বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সভাপতি ড. আনিছুল আফছার, সাধারণ সম্পাদক সাদিকুর রহমান মুন এবং সেন্টারের ইমাম ও হাফেজিয়া ক্লাশের শিক্ষক হাফেজ মাওলানা আবদুল হাদি তানভীর।
মাদ্রাসার শিক্ষকদের পরিচয় করিয়ে দেন নাইম মোস্তফা ও মিস এশা ইকবাল। পরে শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের অর্ধবার্ষিকী পরীক্ষার ফলাফল নিয়ে অভিভাবকদের সাথে মত বিনিময় করেন।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ আব্রা, নাইম মোস্তফা, গোলাম মোস্তফা, ফকরুল ইসলাম, আয়েনা রহমান, আয়েশা আফছার, শার্লিনী, আরিশা হক, সাদ’ত, সায়ের, প্রান্ত, সারিকা ও হাফেজ মাওলানা আবদুর হাদি তানভীর। মাদ্রাসার মতবিনিময় অনুষ্ঠানে সার্বিক সহায়তা করেন মাদ্রাসার ব্যবস্থাপকবৃন্দ মাহমুদুল হক মামুন ও জামান এবং অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সদস্যবৃন্দ। পরে অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সকালের নাস্তা পরিবেশন করা হয়।
অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার কর্তৃক পরিচালিত তাদের মাদ্রাসাটি দীর্ঘদিন অত্যন্ত দক্ষতার সাথে পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি মাদ্রাসায় হাফেজিয়া বিভাগ চালু করেছে।
প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্ক সিটি থেকে বাফেলো যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ সানি সহ দুইজন নিহত

বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন শাহ নেওয়াজ!

বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে “Passport DC’s Embassy Tour -2025” অনুষ্ঠিত

নিউইয়র্ক সিটি হলে অটিজম সচেতনতায় বাংলাদেশি শিশুদের নিয়ে ‘ফটো প্রদর্শনী’

যুক্তরাষ্ট্রসহ ৮০ দেশে বাংলাদেশ মিশন, দূতাবাস ও কনস্যুলেটে সেবার নতুন ফি নির্ধারণ

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে সম্ভাব্য প্রার্থী যারা

জেএসএফ সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটনের বাংলাদেশে সাংগঠনিক তৎপরতা

চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ সাধারন সভা অনুষ্ঠিত