যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের আরব, বাংলাদেশী, পোলিশ ও আমেরিকানদের শহর হেমট্রামিক সিটি কাউন্সিল প্রাইমারি নির্বাচনে মনোয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক ও সামাজিক কর্মী মাহফুজুর রহমান আদনান ।। গত ২২ এপ্রিল মংগলবার বিকেলে তিনি হেমট্রামিক সিটির ক্লার্ক এর কাছে রোটারিয়ান মাহফুজুর রহমান সাপোর্টারস ফোরাম মিশিগানের পক্ষ থেকে তার ফর্ম জমা দেন । কমিউনিটির মানুষের সুবিধা অসুবিধার কথা বলতে মাহফুজ ২০২৫ সালের প্রাইমারি নির্বাচনে প্রার্থী হয়েছেন । বিগত ২০০০ সাল থেকে তিনি দেশে ও প্রবাসে অনলাইনে অফলাইনে সমাজের জন্য কাজ করছেন । নিজের সাধ্য মত চেষ্ঠা করেছেন মানুষের হয়ে কাজ করার । সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠা করেছেন ও দেশের প্রবাসের শুরু থেকে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থেকে কাজ করে যাচেছন ।। বাংলাদেশ থেকে গ্রাজুয়েশন শেষ করে তিনি আমেরিকার বিভিন্ন ইনস্টিটিউট থেকে এবং সারটিফাইড হিউম্যান রাইটস কোর্স এবং ফার্মেসি টেকনিশিয়ান সহ দেশে বিদেশে নানা শিক্ষা বিষয়ক সেমিনারে অংশ নিয়েছেন । সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া শরীফপুর ইউনিয়নে তেলিবিল সরদার বাড়ির সন্তান মাহফুজের কৈশোর কমলগনজের শমশেরনগর শহরে । সিলেটে তার পড়াশোনার শেষধাপ সহ তারুণ্য কাটে । গান কবিতা ও হামদ নাতসগজল লিখে তিনি সকলের কাছে সমাদৃত । তিনি বাপসনিউজ প্রতিবেদককে বলেন,আমি চেষ্ঠা করেছি জীবনের অধিকাংশ সময় মানুষের তরে কাজ করার । রক্তদান কর্মসুচি বৃক্ষরোপণ কর্মসুচি সহ দেশে ও প্রবাসে তিনি অনেক সামাজিক কাজের সাথে জড়িত । তিনি তার জীবনের বাকিটা সময় মিশিগান বাসী ও হেমট্রামিকবাসীর খেদমতে কাজ করতে চান । এজন্য তিনি সকল বাংলাদেশী তথা সাউথ এশিয়ানদের সহযোগিতা কামনা করেছেন । উল্লেখ্য তিনি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের আজীবন সদস্য ।
মিশিগানের হেমট্রামিক সিটি কাউন্সিলে প্রোইমারী নির্বাচনে প্রার্থী হতে মনোয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক ও সামাজিক কর্মী মাহফুজুর রহমান
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৫, ০৭:০৪ পিএম



প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্ক সিটি থেকে বাফেলো যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ সানি সহ দুইজন নিহত

বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন শাহ নেওয়াজ!

বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে “Passport DC’s Embassy Tour -2025” অনুষ্ঠিত

নিউইয়র্ক সিটি হলে অটিজম সচেতনতায় বাংলাদেশি শিশুদের নিয়ে ‘ফটো প্রদর্শনী’

যুক্তরাষ্ট্রসহ ৮০ দেশে বাংলাদেশ মিশন, দূতাবাস ও কনস্যুলেটে সেবার নতুন ফি নির্ধারণ

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে সম্ভাব্য প্রার্থী যারা

জেএসএফ সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটনের বাংলাদেশে সাংগঠনিক তৎপরতা

চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ সাধারন সভা অনুষ্ঠিত