নিউইয়র্কে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্ব হিজাব দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত ১ ফেব্রুয়ারি দুপুর ২টায় সেফেস্টের উদ্যোগে কুইন্স বরো হলের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচির প্রবক্তা বাংলাদেশি এ্যাক্টিভিস্ট সেফেস্ট এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাজেদা-এ-উদ্দিনের পরিচালনায় মূলধারার রাজনীতিক সহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মূলধারার নারীনেত্রী মাজেদা-এ-উদ্দিন বলেন, কয়েক বছর আগে নাজমা খান নামক একজন বাংলাদেশি ছাত্রী জ্যামাইকায় আক্রন্ত হন। বাংলাদেশি পোশাকে তিনি পথ পাড়ি দিচ্ছিলেন বলেই বিদ্বেষমূলক আচরণের কবলে পড়েন। সেই ঘটনার প্রতিবাদ, নিন্দা এবং সর্বসাধারণকে সচেতন করার লক্ষ্যে প্রতিবারের ন্যায় এবারও দিবসটি উদযাপিত হয়। কারণ এখনও ধর্মীয় পোশাক, জাতিগত কারণে বৈষম্যের ঘটনা অব্যাহত রয়েছে।
বিগত কয়েক বছর থেকে নিউইয়র্ক সিটিতে এ দিবসটি পালিত হচ্ছে নানা কর্মসূচির মধ্য দিয়ে। নাজমা খানই হচ্ছেন এই কর্মসূচির উদ্যোক্তা। তিনি হিজাব বিরোধী মনোভাব পরিহারের, ধর্ম ও জাতিগত বিদ্বেষমূলক কর্মকান্ডের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।
মাজেদা উদ্দিন আরও বলেন, আমরা নিউইয়র্ক স্টেট পার্লামেন্টে ‘ওয়ার্ল্ড হিজাব ডে’র দাবি জানিয়েছিলাম। ২০১৬ সালে সে বিল উঠিয়েছিলেন স্টেট সিনেটর রোকসানা জে পারসুয়াদ। সেটি পাশ হয়েছে ‘জাতীয় সিলেব্রেশন ডে’ হচ্ছে ‘ওয়ার্ল্ড হিজাব ডে’ শিরোনামে। তিনি বলেন, ‘হিজাব ইজ মাই ফ্রিডম’, ‘হিজাব ইজ মাই চয়েস’।
হিজাবধারী নারীসহ মূলধারার রাজনীতিক, কমিউনিটির নেতৃবৃন্দ সমাবেশে যোগ দেন। সমাবেশে এনওয়াইপিডির পক্ষ থেকে নারীদের মাঝে হিজাব বিতরণ করা হয়।
নিউইয়র্কে ‘বিশ্ব হিজাব দিবস’ উদযাপন
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৫, ০৬:৩০ পিএম



প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্ক সিটি থেকে বাফেলো যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ সানি সহ দুইজন নিহত

বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন শাহ নেওয়াজ!

বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে “Passport DC’s Embassy Tour -2025” অনুষ্ঠিত

নিউইয়র্ক সিটি হলে অটিজম সচেতনতায় বাংলাদেশি শিশুদের নিয়ে ‘ফটো প্রদর্শনী’

যুক্তরাষ্ট্রসহ ৮০ দেশে বাংলাদেশ মিশন, দূতাবাস ও কনস্যুলেটে সেবার নতুন ফি নির্ধারণ

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে সম্ভাব্য প্রার্থী যারা

জেএসএফ সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটনের বাংলাদেশে সাংগঠনিক তৎপরতা

চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ সাধারন সভা অনুষ্ঠিত