বাংলাদেশী শিক্ষার্থীদের মেধার বিকাশ ও গুণগত শিক্ষার মাধ্যমে গড়ে তুলতে মেধাবী শিক্ষকদের সমন্বয়ে নিউইয়র্কের জ্যামাইকায় যাত্রা শুরু করলো কোচিং সেন্টার ‘ফোকাস টিউটোরিয়াল’। রোববার ১৫ ডিসেম্বর ঝাঁকঝমকভাবে জ্যামাইকার হিলসাইড এভিনিউয়ের ১৪৮ স্ট্রীটের ১৪৮-৪৫এর ২০৩ সি সুইট ঠিকানায় ‘ফোকাস টিউটোরিয়াল’ এর উদ্বোধন করা হয়েছে।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের হপকিন্স ইউনিভার্সিটি থেকে মাস্টার্স সম্পন্ন করা বাংলাদেশী বংশোদ্ভুত মুজাহিদুর রহমানের পরিচালনায় ‘ফোকাস টিউটোরিয়াল’ এর শিক্ষা কার্যক্রম দায়িত্বে থাকবেন ৮ জন শিক্ষক-ইন্সট্র্যাক্টর। মান সম্পন্ন ও ডিজিটাল ক্লাসরুমে সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার মিডল স্কুল ও হাইস্কুলের শিক্ষার্থীদের ব্যাচ পদ্ধতিতে কোচিংয়ের ক্লাস নেওয়া হবে। বিকেল ৫টা থেকে ৮:৩০ পর্যন্ত কোচিংয়ের ক্লাস নেওয়া হবে। কোচিংয়ে স্যাট প্রিপারেশন টেস্ট, সাস্ট প্রিপারেশন টেস্ট, হাই স্কুল কোর্স, মিডল স্কুল কোর্স, হোমওয়ার্ক হেল্প ও কলেজ প্রিপারেশন কোর্সগুলোর ব্যবস্থা রয়েছে। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে ভর্তি ও রেজিস্ট্রেশন শুরু হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন আরমান চৌধুরী সিপিএ, এটর্নী গোলাম মোস্তফা, ইঞ্জিনিয়ার কামাল আহমদ, মাসুদ খান, ইমাম নজরুল ইসলাম, মো. শাহ আলম. মোহাম্মদ এম রহমান, আজিজুল হক প্রমুখ।
মুজাহিদুর রহমান জানান, আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশীসহ বিভিন্ন কমিউনিটির শিক্ষার্থীদের আধুনিক শিক্ষাব্যবস্থায় পাঠদানের মাধ্যমে প্রদান। আমাদের এখানে ৬টি প্যাকেজ এর মাধ্যমে ব্যাচ পদ্ধতিতে ক্লাস করানো হয়।
নিউইয়র্কের জ্যামাইকায় যাত্রা শুরু করলো কোচিং সেন্টার ‘ফোকাস টিউটোরিয়াল’
প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৪, ০৬:৩৩ এএম



প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্ক সিটি থেকে বাফেলো যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ সানি সহ দুইজন নিহত

বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন শাহ নেওয়াজ!

বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে “Passport DC’s Embassy Tour -2025” অনুষ্ঠিত

নিউইয়র্ক সিটি হলে অটিজম সচেতনতায় বাংলাদেশি শিশুদের নিয়ে ‘ফটো প্রদর্শনী’

যুক্তরাষ্ট্রসহ ৮০ দেশে বাংলাদেশ মিশন, দূতাবাস ও কনস্যুলেটে সেবার নতুন ফি নির্ধারণ

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে সম্ভাব্য প্রার্থী যারা

জেএসএফ সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটনের বাংলাদেশে সাংগঠনিক তৎপরতা

চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ সাধারন সভা অনুষ্ঠিত