ড. ন্যানিদ জ্যাচারি (ক্যামেরুনস পার্মানেন্ট রিপ্রেজেন্টিটিভ ইউনাইটেড ন্যাশনস) গত শনিবার ‘স্মার্ট টেক আইটি সল্যুশনকে’ কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লাইফটাইম অ্যাওয়ার্ড সম্মাননা পুরষ্কার প্রদান করেন। জমকালো এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয় ম্যানহাটন অডিটোরিয়ামে। আইটি জগতে অভূতপূর্ব অবদান রাখার জন্য এই পুরষ্কার প্রদান করা হয়। এই গালা প্রোগ্রামে সার্টিফিকেট, গোল্ড মেডালসহ আজীবন সম্মাননা প্রদান করা হয় যা গ্রহণ করেন স্মার্ট টেক আইটি সল্যুশনের পক্ষ থেকে সিইও সারওয়ার আহমেদ ও ডিরেক্টর মোঃ আব্দুস সোবহান।
এই প্রোগ্রামে আরও দুইজন বাংলাদেশী পুরষ্কার পান। প্রিসিলা ফাতেমা সোস্যাল ওয়ার্কার হিসেবে ও তামজিদ ট্যালেন্টেড স্টুডেন্ট হিসেবে।
মোঃ আব্দুস সোবহান জানান, স্মার্ট টেক আইটি সল্যুশন গত পাঁচ বছর ধরে দেশী কমিউনিটিসহ সকল কমিউনিটিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শতাধিক মানুষ কোর্স করে নিজেরদের ক্যারিয়ার গড়তে পারছে আইটিতে। ১০০ হাজার ডলার ইনকাম করতে পারছে অনায়াসেই। স্মার্ট টেকের এই সাফল্য আমাদের সাফল্য। এই সাফল্যের পর স্মার্ট টেক আরও উজ্জীবিত হয়ে নতুন পরিসরে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারবে বলেই তার বিশ্বাস।
মার্কিন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেল স্মার্ট টেক আইটি সল্যুশন
প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৪, ০১:৫১ পিএম



প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্ক সিটি থেকে বাফেলো যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ সানি সহ দুইজন নিহত

বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন শাহ নেওয়াজ!

বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে “Passport DC’s Embassy Tour -2025” অনুষ্ঠিত

নিউইয়র্ক সিটি হলে অটিজম সচেতনতায় বাংলাদেশি শিশুদের নিয়ে ‘ফটো প্রদর্শনী’

যুক্তরাষ্ট্রসহ ৮০ দেশে বাংলাদেশ মিশন, দূতাবাস ও কনস্যুলেটে সেবার নতুন ফি নির্ধারণ

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে সম্ভাব্য প্রার্থী যারা

জেএসএফ সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটনের বাংলাদেশে সাংগঠনিক তৎপরতা

চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ সাধারন সভা অনুষ্ঠিত