নিউইয়র্কে কুইন্সের সাউথ জ্যামাইকায় ১৫৭-১১ লিনডেন বুলেভার্ডে ‘ফ্রেস ফার্ম হালাল সুপার মার্কেট’ নামে বাঙালী মালিকানায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। গত ৮ মার্চ শুক্রবার বাদ জুমা বিশিষ্ট ব্যবসায়ী আজম ঢালী, মোঃ সাইফুল ইসলাম ও মঞ্জুরুল আকন্দ বাচ্চুর মালিকানাধীন ‘ফ্রেস ফার্ম হালাল সুপার মার্কেট’ এর উদ্বোধন হয় বর্ণাঢ্য আয়োজনে। প্রতিষ্ঠানটির সাফল্য কামনায় অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল। এটি নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশী মালিকানাধীন অন্যতম বৃহৎ সুপার মার্কেট। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
অনুষ্ঠানে জ্যামাইকার মসজিদ আল-কোবার খতিব ও ইমাম মাওলানা আল-আমিন দোয়া মাহফিল পরিচালনা করেন। এসময় ইমাম আল-আমিন ইসলামের আলোকে ব্যবসার গুরুত্ব ও মর্যাদার কথা তুলে ধরেন।
স্বাগত বক্তব্য রাখেন ‘ফ্রেস ফার্ম হালাল সুপার মার্কেট’র অন্যতম পরিচালক আজম ঢালী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মার্কেটের পরিচালক মোঃ সাইফুল ইসলাম ও মঞ্জুরুল আকন্দ বাচ্চু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি অ্যাক্টিভিষ্ট জাহাঙ্গীর হোসাইন, সৌদা সাবরীন পম্পীসহ কমিউনিটি নের্তৃবৃন্দ। এসময় কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‘ফ্রেস ফার্ম হালাল সুপার মার্কেট’র অন্যতম স্বত্ত্বাধিকারী আজম ঢালী জানান, বাংলাদেশী, এশিয়ান ও আমেরিকার নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী নিয়ে সাউথ জ্যামাইকায় ব্যাপক পরিসরে ‘ফ্রেস ফার্ম হালাল সুপার মার্কেট’ যাত্রা শুরু করেছে। গ্রাহক বান্ধব ব্যবস্থাপনায় পরিচালিত হবে এই সুপার মার্কেটটি। হালাল ব্যবসার মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের আন্তরিক সেবা প্রদানে এ প্রতিষ্ঠানটি কাজ করে যাবে।
বিশিষ্ট ব্যবসায়ী আজম ঢালী আরো জানান, সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ছাড়াও সংসারের প্রয়োজনীয় সব জিনিসপত্রই পাওয়া যাবে ‘ফ্রেস ফার্ম হালাল সুপার মার্কেট’-এ। তিনি জানান, প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ওপেনিং এবং পবিত্র রমজান উপলক্ষে চলছে বিশেষ ছাড়। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত খোলা থাকবে স্টোরটি। ক্রেতাদের জন্য পার্কিং-এর ব্যবস্থা রয়েছে।
প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করে বক্তারা বলেন, বাঙালী মালিকানায় সাউথ জ্যামাইকায় এমন হালাল সুপার মার্কেট গড়ে ওঠায় প্রবাসীরা হাতের নাগালেই সুলভ মূল্যে পাবেন তাদের নিত্য প্রয়োজনীয় হালাল খাদ্য ও পণ্য সামগ্রী। সাউথ জ্যামাইকায় ক্রমবর্ধমান বাংলাদেশী কমিউনিটির প্রয়োজনীয় সামগ্রীর চাহিদা মেটাতে সক্ষম হবে ‘ফ্রেস ফার্ম হালাল সুপার মার্কেট’। নতুন এই ব্যবসা প্রতিষ্ঠানটিকে সকল প্রকার সহযোগীতার আশ্বাস প্রদান করেন বক্তারা।
নিউইয়র্কের জ্যামাইকায় বাঙালী মালিকানায় ‘ফ্রেস ফার্ম হালাল সুপার মার্কেট’র বর্ণাঢ্য উদ্বোধন
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৪, ০৭:০৬ পিএম



প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্ক সিটি থেকে বাফেলো যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ সানি সহ দুইজন নিহত

বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন শাহ নেওয়াজ!

বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে “Passport DC’s Embassy Tour -2025” অনুষ্ঠিত

নিউইয়র্ক সিটি হলে অটিজম সচেতনতায় বাংলাদেশি শিশুদের নিয়ে ‘ফটো প্রদর্শনী’

যুক্তরাষ্ট্রসহ ৮০ দেশে বাংলাদেশ মিশন, দূতাবাস ও কনস্যুলেটে সেবার নতুন ফি নির্ধারণ

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে সম্ভাব্য প্রার্থী যারা

জেএসএফ সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটনের বাংলাদেশে সাংগঠনিক তৎপরতা

চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ সাধারন সভা অনুষ্ঠিত