নিউইয়র্কের কুইন্সে একটি বাড়ির ভেতর থেকে বোমা ও বিভিন্ন ধরনের অস্ত্রসহ গ্রেফতার দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে পুলিশ। এ মাসের গোড়ার দিকে পুলিশ এরই অস্ত্রকারখানার খোঁজ পায়। পরে দুই ভাই অ্যান্ড্রু হাজিয়াজেলিস, ৩৯ ও অ্যাঞ্জেলো হাজিয়াজেলিস, ৫১ কে গ্রেফতার করে। বড় ধরনের কোনো অঘটনের আগেই পুলিশ এই অপরাধীদের ধরে ফেলতে সক্ষম হয়েছে। কুইন্স ডিস্ট্রিক্টের এটর্নি মেলিন্ডা কাটজ বলেছেন, আমরা ঠিক কত বড় ক্ষতি থেকে নিউইয়র্কারদের রক্ষা করতে পারলাম, তা পরিমাপ করা যাবে না।
গত ১৭ জানুয়ারি পুলিশ জানায় তারা ওই বাড়ি থেকে বেশ কিছু মারণাস্ত্র, থ্রিডি-প্রিন্টেড গান, হাতে বানানো বিষ্ফোরক বোমা, সংঘাত উষ্কে দেওয়ার মত প্রচারপত্রসহ এই দুই ভাইকে আটক করে।
এছাড়াও ৬০০ রাউন্ড গুলি, তিন সেট বডি আর্মর, তিনটি ব্যাকপ্যাক, ২৯টি উচ্চ-ক্ষমতার ম্যাগজিন পাওয়া যায় যার মধ্যে ১৩টি তৈরি করা হয়ে একটি থ্রিডি প্রিন্টারের মাধ্যমে।
কর্মকর্তারা বলছেন, এই দুই ভাইয়ের কাছ থেকে একটি হিট লিস্টও উদ্ধার করা হয়েছে, যার মধ্যে উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা, বিচারক, রাজনীতিক, ও সেলিব্রেটিদের নাম লেখা ছিলো। আর উল্লেখ ছিলো এদের পৃথিবী থেকেই উচ্ছেদ করে দেওয়া হবে।
যে কেউই তাদের লক্ষ্য হতে পারতো। আর পরিস্থিতি যে কোনো ভয়াবহতায় রূপ নিতে পারতো, বলেন মেলিন্ডা কাটজ।
দুই ভাইয়ের দীর্ঘ প্রতিবেশী শাহলিন হেফারম্যান বলেন, ওদের যেদিন গ্রেফতার করা হলো সেই দিনটির কথা তিনি কোনো দিন ভুলবেন না।
একজন একটি একে-৪৭ হাতে সম্পূর্ণ ট্যাকটিক্যাল গিয়ারে দোতালার ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে ছিলো, বলেন তিনি।
পুলিশ জানায়, কুইন্সের অ্যাস্টোরিয়ার একটি বাড়িতে এই দুই ভাই তাদের মা ও অপর এক ভাইসহ বসবাস করেন। হেফারম্যান বলেন, পরিবারটির সদস্যরা প্রতিবেশীদের সঙ্গে অত্যন্ত কর্কশ ব্যবহার করতেন।
গত ছয় মাস ধরে ঘোস্ট গানের অনুসন্ধানের অংশ হিসেবেই এই অস্ত্রাগার উদযাটন হয়। ডিস্ট্রিক্ট এটর্নির কার্যালয় জানিয়েছে, গত বছরে ১১৩টি ঘোষ্ট গান উদ্ধার করা হয়েছে কুইন্স থেকে।
দুই ভাইয়ের বিরুদ্ধে মোট ১৩০টি অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের আগামী ১৫ ফেব্রুয়ারি কোর্টে হাজির করা হবে। দোষী সাব্যস্ত হলে তাদের ২৫ বছর করে কারাদণ্ড হতে পারে।
বোমা ও অস্ত্রের ভাণ্ডার, দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন নিউইয়র্কে
প্রকাশিত: ৩১ জানুয়ারী, ২০২৪, ০৭:১৩ পিএম



প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্ক সিটি থেকে বাফেলো যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ সানি সহ দুইজন নিহত

বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন শাহ নেওয়াজ!

বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে “Passport DC’s Embassy Tour -2025” অনুষ্ঠিত

নিউইয়র্ক সিটি হলে অটিজম সচেতনতায় বাংলাদেশি শিশুদের নিয়ে ‘ফটো প্রদর্শনী’

যুক্তরাষ্ট্রসহ ৮০ দেশে বাংলাদেশ মিশন, দূতাবাস ও কনস্যুলেটে সেবার নতুন ফি নির্ধারণ

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে সম্ভাব্য প্রার্থী যারা

জেএসএফ সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটনের বাংলাদেশে সাংগঠনিক তৎপরতা

চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ সাধারন সভা অনুষ্ঠিত