নিউইয়র্কে সাশ্রয়ী মূল্যে আবাসন নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। পরিকল্পনা অনুযায়ী তিনি সিটির জায়গায় ২৪ টি প্রকল্প গ্রহণ করবেন। যাতে সাশ্রয়ী মূল্যে ১২ হাজারের অধিক বাড়ি তৈরি করা যাবে। উচ্চ বিলাসী এই প্রকল্পের নাম হবে ‘২৪ ইন ২৪’।জানা যায়, এই প্রকল্প সম্পর্কে কর্তৃপক্ষ এখনও পূর্ণাঙ্গ ধারণা প্রদান করেনি। যদিও অ্যাডামস প্রশাসন বলছে, প্রকল্প ও জায়গার বিষয়ে আগামী মাসে বিশদভাবে জানানো হবে। তবে প্রকল্পের অংশ হতে পারে, এমন কয়েকটি সম্ভাব্য জায়গা হলো- ব্রঙ্কসের ১৭৩ তম স্ট্রিটে গ্র্যান্ড কনকোর্স লাইব্রেরি ও খাল এবং সামনের রাস্তার কোণে অবস্থিত স্টেটেন আইল্যান্ড। কুইন্সের হান্টারস পয়েন্ট সাউথ পার্সেল ই এবং ইনউডের নাইনথ অ্যাভিনিউতে একটি পার্কিং লট সহ আরও দুটি লটও মেয়রের নতুন পরিকল্পনায় অন্তর্ভুক্ত প্রাথমিক জায়গাগুলো মধ্যে রয়েছে।
এ বিষয়ে মেয়র অ্যাডামস বলেন, “আমাদের ‘২৪ ইন ২৪’ এর পরিকল্পনা হলো ২৪ টি সর্বজনীন মালিকানাধীন জায়গায় সাশ্রয়ী মূল্যের আবাসন তৈরি এবং সংরক্ষণ করা। নিউইয়র্কবাসীদের জন্য যখন সবচেয়ে বেশি প্রয়োজনীয় তখন তাদের আবাসন এবং ত্রাণ সরবরাহ করার জন্য আমরা কীভাবে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে সবকিছু করছি তার আরেকটি উদাহরণ হলো এই প্রকল্প।
মেয়র আরও বলেন, এই ধরনের বিনিয়োগগুলো আবারও জননিরাপত্তা রক্ষা, আমাদের অর্থনীতি পুনর্গঠন এবং এই সিটিকে কর্মজীবী শ্রেণির জন্য আরও বাসযোগ্য করে তোলার লক্ষ্যে আমরা যে দৃষ্টিভঙ্গি তৈরি করেছি তা প্রদান করে।”
এদিকে নতুন আবাসন পরিকল্পনার পাশাপাশি মেয়র অ্যাডামস অপরাধ, চাকরি এবং অভিবাসী সংকটের বিষয়ে তার তৃতীয় স্টেট অফ দ্য সিটি ঠিকানা ব্যবহার করবেন বলে আশা করা হচ্ছে।
নিউইয়র্কে সাশ্রয়ী মূল্যে আবাসনের জন্য নিউইয়র্ক সিটি মেয়রের ২৪ প্রকল্প
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী, ২০২৪, ০৩:৫৩ এএম



প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্ক সিটি থেকে বাফেলো যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ সানি সহ দুইজন নিহত

বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন শাহ নেওয়াজ!

বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে “Passport DC’s Embassy Tour -2025” অনুষ্ঠিত

নিউইয়র্ক সিটি হলে অটিজম সচেতনতায় বাংলাদেশি শিশুদের নিয়ে ‘ফটো প্রদর্শনী’

যুক্তরাষ্ট্রসহ ৮০ দেশে বাংলাদেশ মিশন, দূতাবাস ও কনস্যুলেটে সেবার নতুন ফি নির্ধারণ

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে সম্ভাব্য প্রার্থী যারা

জেএসএফ সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটনের বাংলাদেশে সাংগঠনিক তৎপরতা

চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ সাধারন সভা অনুষ্ঠিত