নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ করে তুলতে, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক মনোভাব সৃষ্টি আর একের ধর্ম-মতের প্রতি অন্যের সম্মানবোধ জাগ্রত করে একটি মর্যাদাকর শিখণ পরিবেশ নিশ্চিত করতে একযোগে কাজ করবে সিটি ও পাবলিক স্কুল কর্তৃপক্ষ।
সাম্প্রতিক সময়ের ইহুদিবিরোধী তৎপরতা, ইসলামোফোবিয়ার নামে বিরুদ্ধাচারণ ও অন্যান্য নিরাপত্তা উদ্বেগের পরিপ্রেক্ষিতে একটি সমন্বিত পরিকল্পনা নিয়ে এ সংক্রান্ত ইস্যুগুলো মোকাবেলা ও নিরসনে কাজ চলবে। আমাদের লক্ষই হচ্ছে স্কুলগুলোকে নিরাপদ করে তোলা। এ কথা বলেছেন স্কুল চ্যান্সেলর ডেভিড সি ব্যাংকস।
নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলের চ্যান্সেলর হিসেবে আমি স্কুলগুলোতে পারস্পরিক সমঝোতা, মর্যাদার সংস্কৃতি তৈরি ও পুর্ণ স্কুল পদ্ধতিতে নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক সময়ের ইহুদিবিরোধী মনোভাব ও ইসলামোফোবিয়া আমরা দেখি দেশজুড়ে বিস্তার লাভ করেছে। এটা কেবলই যে হুমকির তা নয়, আমাদের মূল্যবোধেরও বিরোধী। আমি স্পষ্ট করে বলতে চাই, কোনো ধরনের চরমপন্থা ও ঘৃণার প্রতি আমাদের জিরো টলারেন্স নীতি, বলছিলেন স্কুল চ্যান্সেলর ডেভিড ব্যাংকস।
কমিউনিটি নেতৃত্ব, শিক্ষাকর্মী, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেই আমরা একটি সমন্বিত পরিকল্পনা নিয়েছি। শিক্ষাক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েই এগুচ্ছি। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এমন ব্যবস্থা করতে হবে যাতে শিক্ষার্থী মনে করে তাদের মূল্যায়িত করা হচ্ছে এবং স্কুলে তারা স্বাগত। হোক তা সে যে ব্যাকগ্রাউন্ড থেকেই আসুক না কেনো।
ব্যাংকস বলেন, আমাদের শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যত। আমাদের একটি প্রজন্মকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা কেবল সুশিক্ষিতই হবে না, অন্য সকলের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, বলেন ডেভিড ব্যাংকস।
স্কুলে ধর্মভিত্তিক ভীতি আর সকল ঘৃণার বিরুদ্ধে নিউইয়র্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৫ পিএম



প্রবাস রিলেটেড নিউজ

নিউইয়র্ক সিটি থেকে বাফেলো যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ সানি সহ দুইজন নিহত

বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন শাহ নেওয়াজ!

বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে “Passport DC’s Embassy Tour -2025” অনুষ্ঠিত

নিউইয়র্ক সিটি হলে অটিজম সচেতনতায় বাংলাদেশি শিশুদের নিয়ে ‘ফটো প্রদর্শনী’

যুক্তরাষ্ট্রসহ ৮০ দেশে বাংলাদেশ মিশন, দূতাবাস ও কনস্যুলেটে সেবার নতুন ফি নির্ধারণ

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে সম্ভাব্য প্রার্থী যারা

জেএসএফ সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটনের বাংলাদেশে সাংগঠনিক তৎপরতা

চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ সাধারন সভা অনুষ্ঠিত