NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ১৭, ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
মায়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা আফতাব প্রত্যাহার ঈদে সব পশুর হাটে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বসবে : প্রাণিসম্পদ উপদেষ্টা মাউন্ট এভারেস্টে দুই পর্বতারোহীর মৃত্যু, একজন ভারতীয় এবার আমিরাতের সঙ্গে ২০ হাজার কোটি ডলারের চুক্তি করলেন ট্রাম্প ২২৫ রানের পুঁজি নিয়েও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের শিগগির বিয়ের পিঁড়িতে বসছেন ঋতাভরী ৭০ বছর বয়সে কান চলচ্চিত্র উৎসবে অনুপম খের সাম্য হত্যার আসামি গ্রেফতার করা পুলিশ টিম পেলো লাখ টাকা পুরস্কার ভাড়া কমানোর আহ্বান বেবিচকের, সায় দিলো এয়ারলাইনগুলো কাতারের বিমান উপহার: ট্রাম্পের সমালোচনা করছেন তার সমর্থকরাও
Logo
logo

তারকাদের সবসময় ফিট থাকতে হয়


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:৩৮ এএম

তারকাদের সবসময় ফিট থাকতে হয়

তারকাদের সবসময় ফিট থাকতে হয়। সেজন্য কঠোর শারীরিক পরিশ্রমের পাশাপাশি খাওয়া-দাওয়াও করতে হয় পরিমাপ করে। ব্যতিক্রমী নন অভিনেত্রী ও পশ্চিমবঙ্গের সংসদ সদস্য মিমি চক্রবর্তীও।

নিজেকে ফিট রাখতে তিনি যে কঠোর পরিশ্রম করেন তা প্রায়ই তার সোশ্যাল মিডিয়া পাতায় দেখা যায়। সেরকমই একটি ভিডিও মিমি পোস্ট করেছেন তার ইনস্টাগ্রামে। যেখানে তিনি স্বীকার করেছেন যে, পিজ্জার লোভ সামলাতে পারেননি।

অনেকেই জানেন, মিমির পিজ্জার প্রতি দুর্বলতা রয়েছে। মন খারাপ হলে তার মন ভালো করার ওষুধ পিজ্জা। এমনকি অভিনেত্রী তার চিট মিলেও পিজ্জা যোগ করেন। মিমি ইনস্টাগ্রামে যে ভিডিও পোস্ট করেছেন তাতে তাকে কালো রঙের জিম পোশাকে দেখা গেছে। জিমে কঠোর পরিশ্রম করতে দেখা যায় অভিনেত্রীকে। তবে এ দিনের পরিশ্রমের জন্য কিন্তু দায়ী পিজ্জার দুটো স্লাইজ।

মিমি যে ভিডিওটি পোস্ট করেছেন সেটির ক্যাপশনে লিখেছেন, ‘যদি এটা তোমাকে চ্যালেঞ্জ না জানায়, তাহলে এটা বদল আনতে পারবে না।’ এরপরই তিনি যোগ করেছেন, ‘দুটো পিজ্জার স্লাইস আমার অন্তরাত্মাকে চ্যালেঞ্জ জানাচ্ছিল আরও ক্যালোরি ঝরাতে, যাতে আমার কোমরের মাপ চেঞ্জ না হয়ে যায়’।

অভিনেত্রী মনে করছেন, দুটো পিজ্জার স্লাইজ তার কোমরের সাইজ বদলে দিতে পারে। সেই অনুতাপেই আরও কঠিন শরীরচর্চা করছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি মিমি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় মিমি। নিজের ব্যক্তিগত মুহূর্তগুলো তার ভক্তদের সঙ্গে শেয়ার করেন। চলতি বছরেই আসছে মিমি-আবীর অভিনীত ‘রক্তবীজ’। এই সিনেমার শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে।