NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১৬, ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
সাম্য হত্যার আসামি গ্রেফতার করা পুলিশ টিম পেলো লাখ টাকা পুরস্কার ভাড়া কমানোর আহ্বান বেবিচকের, সায় দিলো এয়ারলাইনগুলো কাতারের বিমান উপহার: ট্রাম্পের সমালোচনা করছেন তার সমর্থকরাও ২৮তম লা লিগা শিরোপা ঘরে তুললো বার্সেলোনা সমালোচিত নায়িকা, ‘দ্য রয়্যালস’ সিরিজের ১১টি ভুল পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব
Logo
logo

দক্ষিণী ছবি নিয়ে আগ্রহ নেই সাইফ আলী খানের


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৪:২৮ এএম

দক্ষিণী ছবি নিয়ে আগ্রহ নেই সাইফ আলী খানের

ক্যারিয়ার শুরু করেছিলেন রোম্যান্টিক কমেডি ছবির নায়ক হিসাবে। তারপরে বহু চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলি খান। ‘ওমকারা’, ‘ফ্যান্টম’-এর মতো ছবিতে তার কাজের প্রশংসা করেছেন দর্শক ও সমালোচকরা। তবে গত কয়েক বছরে খলনায়কের চরিত্রের দিকেই বেশি ঝুঁকেছেন সাইফ। 

সম্প্রতি ‘তানাজি : দ্য আনসাং ওয়ারিয়র’ ছবিতে খলনায়কের চরিত্রে দেখা গিয়েছে সাইফকে। আসন্ন ‘আদিপুরুষ’ ছবিতেও রাবণের চরিত্রে দেখা যাবে বলিউডের নবাবকে। এসবের মধ্যে দক্ষিণী ছবি ‘এনটিআর ৩০’-এও খলনায়ক চরিত্রের জন্য ভাবা হয়েছিল তাকেই। তবে এনটিআর জুনিয়রের ছবিকে না বলে দিয়েছেন সাইফ আলী খান।

‘আরআরআর’-এর সাফল্যের পর এবার পরের ছবিতে মন দিয়েছেন দক্ষিণী তারকা অভিনেতা এনটিআর জুনিয়র। কোরাতালা শিবার পরিচালনায় তৈরি হচ্ছে পরের ছবি ‘এনটিআর ৩০’। ছবিতে এনটিআর জুনিয়রের পাশাপাশি দেখা যাবে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকেও। এই ছবিতেই খলনায়কের চরিত্রের জন্য ভাবা হয়েছিল সাইফ আলি খানকে। কথাও এগিয়েছিল কিছুটা। তবে শেষ পর্যন্ত ওই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলিউড অভিনেতা। 

শোনা যাচ্ছে, আপাতত দক্ষিণী ছবি নিয়ে তেমন আগ্রহী নন সাইফ আলী খান। সেই কারণেই নাকি এই মুহূর্তে কোনো দক্ষিণী ছবিতে কাজ করতেও উৎসাহী নন তিনি।

গত মার্চ মাস থেকেই কাজ শুরু হয়েছে ‘এনটিআর ৩০’ ছবির। এই ছবির মাধ্যমেই তেলুগু ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন বনি-কন্যা জাহ্নবী কাপুর।